আজ ৬ই মার্চ সোমবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক কর্কট রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
কর্কট রাশি আজকের রাশিফল, ৬মার্চ,২০২৩ (Cancer Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৩
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- মুনস্টোস
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের ক্ষেত্রে আর দিনটি মোটামুটি ভালো যাবে তবে সাবধানতা অবলম্বন করবেন আজ কোনো কারণে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাস্তা ঘটে চলার সময় সতর্কথাকবেন।আজ একটু বেশি শরীর এর ক্ষেত্রে সচেতন থাকবেন সে ক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে।
আর্থিক পরিস্থিতি:- আজ প্রিয়জনের সঙ্গে আর্থিক স্বচ্ছলতা বজায় রাখুন নাহলে পরবর্তী সময়ে ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে না হলে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে।আজ অফিসের পরিবেশ খুবই অনুকূল রয়েছে যারা অফিসে কাজ করেন তারা আজ যদি কোন কাজ একা করতে না পারেন তাহলে সহ কর্মীদের সাহায্য নিতে পারেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন সে ক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে।
পারিবারিক পরিস্থিতি:- আজ পরিবারের বিষয়ে সিধান্ত নেয়ার আগে দশ বার চিন্তাভাবনা করে সিধান্ত নিতে যাবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।পরিবারের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখবেন এবং বেশি সময় কাটানোর চেষ্টা করবেন।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমের ব্যাপারে আজ একটু সজাগ থাকবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার আর্থিক পরিস্থিতি স্বচ্ছলতার রাখার প্রয়োজন রয়েছে। দাম্পত্য জীবন ও মোটামুটি ভালো যাবে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- ব্যাবসায়ের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি ভালো যাবে।আর যারা কাপড়ের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো হয়েছে ভালো মুনাফা পাওয়া সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাদের আজকের দিনটি ভালো যাওয়া সম্ভাবনা রয়েছে।আজ সব কাজ ধৈর্য্য সহকারে করবেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ