Tokyo Olympic 2020: অলিম্পিকের চমক দেখে নিন ভারতের খুঁটিনাটি

Tokyo Olympic 2020


 Tokyo Olympic 2020 :  পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক। মনে করা হয় ৭৭৬ BC তে তদানীন্তন গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়। যদিও আধুনিক অলিম্পিকের সূত্রপাত হয় ১৮৯৬ সাল থেকে। এই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল এথেন্সে। আধুনিক অলিম্পিক এর জনক বলা হয় পিয়্যের দ্য কোর্বেতিন কে(Pierre de Coubertin).


Tokyo Olympic 2020 : ভারত প্রথমবার ১৯০০ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। সেবার প্রথম ভারতীয় তথা প্রথম এশীয় খেলোয়াড় হিসেবে নরম্যান পিচার্ড দুটি রৌপ্য পদক জয় করেন। ২০২০ টোকিও অলিম্পিক যা ২০২১ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল তাতে ভারত অভূতপূর্ব সাফল্য পেয়েছে। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে ২০২০ অলিম্পিক। এই অলিম্পিক ২৩ জুন থেকে ৮ আগস্ট অবধি টোকিও'র জাতীয় স্টেডিয়াম চলেছিল। উদ্ভোধনে ভারতের পক্ষে জাতীয় পতাকা বহন করেন বক্সার মেরি কম এবং হকি খেলোয়াড় মনপ্রীত সিং। এক স্বর্ণ, দুই রৌপ্য পদক সহ ভারত মোট ৭ টি পদক জয় করে। ভারতের পদক বিজেতারা হলেন, 


১. নীরজ চোপড়া।(হরিয়ানা) : স্বর্ণ পদক। 

  ইভেন্ট:- জ্যাভেলিন থ্রো(৮৭.৫৮ মিটার) 


২. রবি কুমার দাহিয়া। (হরিয়ানা) : রৌপ্যপদক।

ইভেন্ট:- ৫৭ কেজি ফ্রিস্টাইল রেসলিং।


৩. মিরাবাই চানু। (মণিপুর) : রৌপ্যপদক।

ইভেন্ট:- ওয়েটলিফটিং।


৪. ভারতীয় জাতীয় হকি দল। : ব্রোঞ্জপদক। 

জার্মানিকে হারিয়ে।




৫. লাভলিনা বোর্গাহাইন।(আসাম) : ব্রোঞ্জপদক।

ইভেন্ট:- বক্সিং (৬৪-৬৯ কেজি)।


৬.বজরং পুনিয়া। (হরিয়ানা) : ব্রোঞ্জপদক।

ইভেন্ট :- ফ্রিস্টাইল ৬৫ কেজি রেসলিং।


৭. পি.ভি. সিন্ধু। (অন্ধ্রপ্রদেশ): ব্রোঞ্জপদক।

ইভেন্ট:- ব্যাডমিন্টন। (সবচেয়ে বেশি পদকজয়ী ভারতীয় মহিলা) 


পদকজয়ের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা(৩৯ সোনা সহ ১১৩ পদক)

দ্বিতীয় চিন(৩৮ সোনা সহ  ৮৮ পদক)

তৃতীয় জাপান(২৭ সোনা সহ ৫৮ পদক)

ভারতের স্থান ৪৮ নম্বরে।

এই অলিম্পিক পদকের বিশেষত্ব : পুরনো অব্যবহার্য ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ফোন, ল্যাপটপ, ক্যামেরা প্রভৃতি থেকে রিসাইক্লিং এর দ্বারা পদক তৈরি করা হয়েছে।

সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন বজরং পুনিয়া।

পরবর্তী অলিম্পিকের স্থান :-

২০২৪ : প্যারিস, ফ্রান্স।

২০২৮ : লস অ্যাঞ্জেলস, আমেরিকা।

২০৩২ : ব্রিসবেন, অস্ট্রেলিয়া।


ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ