টোকিও অলিম্পিক ২০২০ এর পর,প্যারালিম্পিক চলছে জাপানের টোকিওতে। এই অলিম্পিকের ম্যাসকট : Someity.
![]() |
Tokyo Paralympic Olympic 2020 |
ভারত সর্বমোট ৭ পদক জয় করেছেন।
পদক তালিকা নিচে দেওয়া হল:-
১. অভনী লেখারা : স্বর্ণপদক।
ইভেন্ট :- শুটিং।
২. সুমিত অন্তিল : স্বর্ণপদক।
ইভেন্ট:- জ্যাভেলিন থ্রো।(৬৮.৮৫ মি, বিশ্বরেকর্ড)
৩.সুমিত অন্তিল : রৌপ্যপদক।
ইভেন্ট :- টেবিল টেনিস।
৪. নিশাদ কুমার : রৌপ্যপদক।
ইভেন্ট :- অ্যাথলেটিক্স।
৫.যোগেশ কোথুরিয়া : রৌপ্যপদক।
ইভেন্ট :- অ্যাথলেটিক্স।
৬.দেবেন্দ্র ঝাঝারিয়া : রৌপ্যপদক।
ইভেন্ট :- অ্যাথলেটিক্স।
৭.সুন্দর সিং গুর্জর : ব্রোঞ্জপদক।
ইভেন্ট :- অ্যাথলেটিক্স।
প্রসঙ্গত উল্লেখ যে, অবনী লেখারা প্রথম ভারতীয় মহিলা প্যারা অলিম্পিয়ান হিসেবে স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়েছেন।
সমস্ত দেশের হিসেবে ধরলে
১. চিন (১১৯ পদক)
২.ব্রিটেন (৬৮ পদক)
৩.RPC (৬১ পদক)
৪. আমেরিকা (৪৯ পদক)
ভারত ৭ পদক জয়ে ২৯ তম স্থানে আছে।
এত বিপুল সাফল্যের মাঝেও কালো অধ্যায়ের মতো কলঙ্ক জড়িয়ে পড়ে ভারতীয় প্যারালিম্পিয়ান বিনোদ কুমারের নামের সাথে। তার জয় করা ব্রোঞ্জ পদক কেড়ে নেয় অলিম্পিক কমিটি।
প্রতিযোগিতা আরোও অনেক দিন চলবে। আশা করা যায় আরোও অনেক ভারতীয় পদক জয় করে বিশ্বসভায় ভারতের স্থান উচ্চ করবেন।
0 মন্তব্যসমূহ