মহা শিবরাত্রি 2024 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। ২০২৪ সালের মহা শিবরাত্রি কবে পড়েছে? মহা শিবরাত্রি শুভ সময় কখন শুরু হতে চলেছে ২০২৪ এ? বিস্তারিত জানুন 2024 সালের মহা শিবরাত্রি সম্বন্ধে। মহা শিবরাত্রি তাৎপর্য কি, শিবলিঙ্গের তাৎপর্য কি দেবাদিদেব মহাদেবের পূজা পদ্ধতি সবকিছুই বিস্তারিত জানুন।
শিবরাত্রি ২০২৪ সময়সূচী
শিব চতুর্থী ২০২৩ (Shivaratri 2024): বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম একটি দেবাদীদের মহাদেবের পূজো, বিশেষ করে সনাতন মহিলারা স্বামীর মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং ব্রত পালন করেন। আবার অবিবাহিত মেয়েরা মহাদেবের মত স্বামী পাওয়ার জন্য ব্রত পালন করে থাকেন।
এবছর মহা শিবরাত্রি 2024 কবে?
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শিবরাত্রি উৎসবটি পালন করা হয়ে থাকে। শিবরাত্রি ২০২৪ সময়সূচী অনুযায়ী মার্চ(প্রথম সপ্তাহে) মাসে পড়েছে উৎসবটি এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শিবরাত্রি ২০২৪ ফাল্গুন মাসের(চতুর্থ সপ্তাহে) উৎসবটি পড়েছে।
2024 সালের মহা শিবরাত্রি সময়সূচী
২০২৪ সালের মহা শিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে
Maha Shivaratri (মহা শিবরাত্রি) | 8th March 2024(২৪ শে ফাগুন)শুক্রবার |
শিবরাত্রি ২০২৪ চতুর্দশী তিথি
সাধারনত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। ২০২৪ সালে মহা শিবরাত্রি ৮ ই মার্চ, শুক্রবার পালন করা হবে।
২০২৪ শিব চতুর্দশী তিথি শুরু | ৮ই মার্চ (২৪ শে ফাগুন) রাত্রি ০৯:৫৭ মিনিটে |
২০২৪ শিব চতুর্দশী তিথি শেষ | ৯ ই মার্চ (২৫ শে ফাগুন) রাত ০৬:১৭ মিনিটে |
শিবরাত্রি ২০২৪ প্রহর পূজা
২০২৪ শিবরাত্রি প্রহর পূজা সময়সূচী অর্ঘ্য মন্ত্র
প্রথম প্রহর | ৮ই মার্চ (২৪ শে ফাগুন) সন্ধ্যা ০৫:০৪ মিনিট থেকে শুরু এবং শেষ রাত্রি ৮ টা ৫৫ মিনিটে |
দ্বিতীয় প্রহর | ৮ই মার্চ (২৪ শে ফাগুন) রাত্রি ০৮:৫৫ মিনিট থেকে শুরু এবং শেষ রাত্রি ১১:৫৮ মিনিটে |
তৃতীয় প্রহর | ৮ই মার্চ (২৪ শে ফাগুন) রাত্রি ১১:৫৮ মিনিট থেকে শুরু এবং শেষ ৯ ই মার্চ(২৫ শে ফাগুন) ভোর ০২:৫৩ মিনিটে |
চতুর্থ প্রহর | ৯ই মার্চ (২৫ শে ফাগুন) ভোর ০২:৫৩ মিনিট থেকে শুরু এবং শেষ সকাল ০৬:০০ মিনিটে |
আরো পড়ুন:- আরো পড়ুন:- সরস্বতী পূজা ২০২৪ পুজো পদ্ধতি ও সময়সূচী
মহা শিবরাত্রি তাৎপর্য
বাঙালির বারোমাসে তেরো পার্বণ। বছরের ৩৬৫ দিনের মধ্যে প্রতিদিন কোনো না কোনো উৎসব লেগেই থাকে। মহা শিবরাত্রি হল হিন্দুদের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন। শিবরাত্রি কে সনাতনী হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব। সাধারণত এই দিন মহাদেবের অসংখ্য ভক্ত জল, দুধ, ডাবের জল ঢালেন শিবলিঙ্গের উপরে। সারাদিন কোন ধরনের খাবার না খেয়ে উপবাসের মধ্যে কাটান।
তবে যে সমস্ত ভক্তরা ব্রত করেন না তারা খাওয়ার গ্রহণ করতে পারেন। তবে এই দিন কোন খারাপ কাজ করা উচিত নয় তাহলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে থাকেন।
মহা শিবরাত্রি ঐতিহাসিক কাহিনী ও শিবের জন্ম
পৌরাণিক কাহিনী ও পুরান অনুযায়ী মহা শিবরাত্রি নিয়ে একাধিক গল্প সামনে এসেছে। যার মধ্যে তিনটি উল্লেখযোগ্য। অনেক কাহিনীতে বলা হয়েছে শিবরাত্রির দিন শিবের স্ত্রী পার্বতী শিবকে স্বপ্নে পেয়েছিলেন। আবার অনেক কাহিনীতে বলা হয়েছে শিবরাত্রির দিন শিব এবং পার্বতীর বিবাহ হয় যে কারণে ধুমধাম করে পালন করা হয় এই দিনটি।
সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। অনেক হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মহাদেব শিব হলেন শয়ম্ভু, অর্থাৎ তিনি কোন মানবদেহ থেকে জন্ম গ্রহণ করেননি। তিনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছেন।
আরো পড়ুন:- রাশি নির্ণয় পদ্ধতি
মহা শিবরাত্রি 2024 সময়সূচী | শিবরাত্রি ২০২৪ তারিখ ও সময় Maha Shivaratri 2024 Schedule Calendar
- FAQ
1.2024 সালের শিবরাত্রি কত তারিখে? Ans. ২০২৪ সালের মহা শিবরাত্রি(Maha Shivaratri) 8th March 2. ২০২৪ সালের শিবরাত্রি কবে? Ans. ৮ মার্চ ২০২৪(২৪ শে ফাগুন ১৪৩০) 3. শিবরাত্রি কেনো পালন করা হয়? Ans. শিবের পুরান শাস্ত্র মদ অনুসারে এই রাতে শিব সৃষ্টি স্থিতি ও পলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন। অন্যদিকে এই রাতেই শীত এবং পার্বতীর বিয়ে হয়েছিল। সাধারণত সনাতন মহিলারা এই ব্রত পালন করে থাকেন। অন্ধকার দূর করার জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। 4. শিব চতুর্দশী কখন লাগবে ২০২৪? Ans. ২০২৪ শিব চতুর্দশী তিথি শুরু:- ৮ই মার্চ (২৪ শে ফাগুন) রাত্রি ০৯:৫৭ মিনিটে। ২০২৪ শিব চতুর্দশী তিথি শেষ:- ৯ ই মার্চ (২৫ শে ফাগুন) রাত ০৬:১৭ মিনিটে। 5. শিব চতুর্দশী ফাল্গুন মাসের কত তারিখে? Ans. বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শিব চতুর্দশী করেছে ২৪ শে ফাল্গুন। 6. শিব ঠাকুরের পিতার নাম কি? Ans. ভগবান শিবির পিতা হলেন ব্রহ্ম(কাল) 7. শিবের ব্রীজ জ মন্ত্র কি? Ans. ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ 8. শিব চতুর্দশী ২০২৪ কবে? Ans. ২০২৪ সালের শিব চতুর্দশী ৮ই মার্চ। 9. শিবরাত্রি পালনের পরে কি কি খাওয়া উচিত Ans. শিবরাত্রি পালনের পরে নিরামিষ খাওয়ার খাওয়া উচিত, না হলে শিবরাত্রি পালনের উদ্দেশ্য বিঘ্নিত হতে পারে।
0 মন্তব্যসমূহ