হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সিদ্ধার্থ শুক্ল।
বয়স তাঁর ৪০ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্ৰ বলিউড।
তিনি ২০০৮ সালের ধারাবাহিক 'বাবুল কা অঙ্গন ছুটে না'য় অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেন।
কালার্স চ্যানেলের 'বালিকা বধু" ধারাবাহিকে অভিনয়ের সৌজন্যেই তিনি পরিচিত পান। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও ২০১৪ সালে, তিনি অপরাধমূলক অনুষ্ঠান "সাবধান ইন্ডিয়া"র একটি পর্বে উপস্থাপকের চরিত্রে অভিনয় করেছিলেন এবং 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' -এর মতো রিয়্যালিটি শোতেও কাজ করেছেন। তিনি ফিয়ার ফ্যাক্টর :খাত্রোঁ কে খিলাড়ি ৭-এর শিরোপা জয়লাভ করেছেন এবং " বিগ বস :সিজন ১৩ এ অংশগ্রহণ করেছিলেন এবং জয়ীও হয়েছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, ঘুমের আগে একটা ঔষধ খেয়েছিলেন। এরপর আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ। তার মৃত্যুতে শোকের ছায়া বলিউড সহ সমগ্ৰ ভারতে।
0 মন্তব্যসমূহ