সম্প্রতি এক সাক্ষাৎকারে আরএসএস-কে তালিবানের সঙ্গে তুলনা করেন শিল্পী জাভেদ। তিনি বলেন,"তালিবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়,তেমন আর একটা দলের মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। সে তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান,—যেই হোক না কেন।"
আরোও বলেন,"তালিবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যাঁরা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও কিছু আলাদা নয়!"
প্রবীন শিল্পীর এই মন্তব্যের পর নেট মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে। আসরে বিজেপি নেতৃত্বও নেমে পড়েছে। এমন মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে একপ্রকার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাম কদমের মতে, "এমন তুলনা করে জাভেদ অসংখ্য ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছেন। যারা আর-এস-এসের নীতিতে চলে, ভাবাদর্শ মেনে চলে তাদের অপমান করা হয়েছে।"
তাঁর আরোও বক্তব্য, যাঁরা দেশ শাসন করছেন বর্তমানে, সরকারে রয়েছেন তারাও এই আদর্শ মেনে চলেন। এমন মন্তব্য করার আগে ভেবে দেখা উচিত ছিল। বলেন, সত্যিই যদি আরএসএসের চিন্তাভাবনা তালিবানের মতো হত তাহলে একথা বলতে সাহস পেতেন তিনি। আফগানিস্তানে তালিবান বিরোধী কথাবার্তা বলে পার পায় কি কেউ?
যদিও থানায় অভিযোগ দায়ের করবেন বলে বলেছেন তিনি।
0 মন্তব্যসমূহ