Durga Puja 2021 : এইবার নতুন রূপে দুর্গা, মা দুর্গার মুখাবয়বে 'মা-মাটি-মানুষ'-এর নেত্রীর আদল, হাতে রাজ্যের নানা প্রকল্পের প্রতীক, চমক বাগুইআটির ক্লাবের

 Durga Puja 2021 Exclusive:  কলকাতার বাগুইয়াটির নজরুল পার্ক উন্নয়ন সমিতি এবার এক অভিনব ভাবনা ভেবেছে। সেখানে প্রতিমার মুখ হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখের আদলে। প্রতিমার দশ হাতে থাকবে বাংলার প্রকল্পগুলির বিভিন্ন প্রতীক।  এই চমকের পিছনে হাত রয়েছে মৃৎশিল্পী মিন্টু পালের।


Durga Puja 2021 : এইবার নতুন রূপে দুর্গা, মা দুর্গার মুখাবয়বে 'মা-মাটি-মানুষ'-এর নেত্রীর আদল, হাতে রাজ্যের নানা প্রকল্পের প্রতীক, চমক বাগুইআটির ক্লাবের



মণ্ডপসজ্জাতেও থাকছে রাজ্য সরকারের বিভিন্ন কাজের নিদর্শন। চালচিত্রে বিশ্ববাংলার লোগো।থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চিত্র। দুয়ারে সরকারের সাফল্যের চিত্রও। 




বাঙালির প্রাণের পুজোর আর বেশি দেরী নাই। শরতের আভাস লেগে গেছে আকাশে, বাতাসে। মফস্বলে, গ্রামে কাশফুল ফোটা শুরু হয়েছে। আকাশ দিগন্ত ব্যাপী তুলা মেঘে ঢাকা। সচরাচর এই সময় বাঙালিদের কেনাকাটার তোড়জোড় জোরকদমে চলতে থাকে। কিন্তু গতবছর থেকে পরিস্থিতি বদলেছে। একদিকে করোনার ভয়াল থাবা "স্পর্শ এড়ানোর চেষ্টা" অন্যদিকে অর্থনীতির ভয়ঙ্কর পরিস্তিতি। কাজের মধ্যবিত্ত বাঙালি সহ বাঙালিদের পকেটে যথেষ্ট টান পড়েছে। তারই প্রতিফলন বাজারে, কেনাকাটায়।  তবে দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দোকানে দোকানে নতুন নতুন ধরনের পোশাক আসা শুরু হয়েছে।  ক্রেতার আগমনে বিক্রেতাদের মনে আশার আলো দেখা দিচ্ছে। যদিও তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই চলছে এই কেনা_বেচা এবং আনন্দ উৎযাপনের উৎসবের শুরু। যদিও সুতোর দাম বেড়ে গেছে কাজেই রেডিমেড পোশাকের দামও বেড়েছে। তাতেই কিছুটা আশঙ্কার মেঘ বিক্রেতাদের মনে, ক্রেতাদের কেনাকাটায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ