West Bengal Weather Report Today : খেল দেখাতে শুরু করে দিয়েছে নিম্নচাপ। আজ উত্তরসহ দক্ষিণ সর্বত্রই ভারী বৃষ্টির সতর্কবার্তা। আপনার জেলায় কতটা বৃষ্টি ?

West Bengal Weather Report Today:  সকাল থেকেই আকাশের মুখ ভার। উত্তর সহ দক্ষিণ সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপ তার খেলা দেখাতে শুরু করে দিয়েছে দুই বঙ্গেই। কেমন থাকবে আজকের সারাদিনের আবহাওয়া বিস্তারিত দেখে নিন ।




উত্তরবঙ্গের আবহাওয়ার সতর্কবার্তা ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আলিপুরদুয়ারে বৃষ্টির সবথেকে বেশি হবে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির জেরে পাহাড়ে ধসের সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের তিনটি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টি কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একটানা বৃষ্টির জেরে দিনের তাপমাত্রার একটু পরিবর্তন হতে পারে। তবে আদ্রতা জনিত অসুস্তি বজায় থাকবে।





দক্ষিণবঙ্গের আবহাওয়ার সতর্কবার্তা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই মেঘে ঢাকা থাকবে উপকূলবর্তী অঞ্চল উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পশ্চিম মেদনাপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ প্রায় সবকটি জেলায়। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না, থাকবে আর্দ্রতা জনিত অসুস্তি।




কলকাতার আবহাওয়ার খবর।

এদিকে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা জোরাল হলেও,কলকাতায় সেভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরমের হাত থেকে সেভাবে মুক্তি এখনই নেই কলকাতাবাসীর। সারাদিন কলকাতা জুড়ে আকাশের মুখ থাকবে ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ