West Bengal Weather Report Today: ঘূর্ণিঝড় গুলাব, ২ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, দেখে নিন সম্ভাব্য নাম

 West Bengal Weather Report Today: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ গত ১২ ঘন্টায় শক্তি বাড়িয়ে আরোও শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘন্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় এর নাম হবে, "গুলাব।" এই নাম পাকিস্তানের দেওয়া। ইতিমধ্যে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে চরম সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরাজ্যেও বর্ষার পূর্বাভাস রয়েছে। 


ঘূর্ণিঝড় গুলাব


অপরদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অপর একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারেপারে,বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, "ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাংলাতেও। বিশেষ করে উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর,হাওড়া ও হুগলিতেও রবিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে।"

মঙ্গলবার থেকে কোলকাতা শহরে প্রচুর বৃষ্টি হবে। কিন্তু আগামীকাল রবিবার থেকে আবহাওয়া খারাপ থাকবে। অতিবৃষ্টির ধাক্কা সামলাতে লালবাজারে খোলা হয়েছে বিশেষ দপ্তর।




এখনো পর্যন্ত বলা হচ্ছে মৌসম ভবনের তরফে যে, ঘূর্ণিঝড় উড়িষ্যা_অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে তারপর রবিবার ওড়িশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। 

ইতিমধ্যেই রাজ্যের উপকূল এলাকায় ১৫টি ও কলকাতার জন্য ৪টি দল মোতায়েন করে রেখেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। লালবাজারে ইউনিফায়েড কমান্ড সেন্টার খুলেছে কলকাতা পুলিশ। যাতে প্রাকৃতিক বিপর্যয়ে বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে একসঙ্গে কাজ করা যায় তার জন্য ওই কেন্দ্রে পুলিশ, পুরসভা,দমকল,NDRF, CSC এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তারা থাকবেন বলে খবর।

রাজ্যের মৎস্যজীবীদের আজ শনিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। যাঁরা আগে গেছেন তাদের শনিবারের মধ্যে ফিরে আসার কথা। শহর থেকে শহরতলি হয়ে গ্রাম আবার জলমগ্ন হবে সে বিষয়ে চিন্তায় প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ