ঠিক নয় মাস আগে গত ১৬ জানুয়ারি করোনা প্রতিরোধে দেশে বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু হয়। উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার টিকাকরণে একশো কোটির মাইলফলক পেরলো ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে টিকাকরণে একশো কোটির লক্ষ্যমাত্রা বৃহস্পতিবার ছুঁয়ে ফেলল আমাদের দেশ। এর আগে গত জুনে এই মাইলফলক পেরিয়েছে চিন। বৃহস্পতিবার ফের আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এর আগে এক দিনে আড়াই কোটি টিকাকরণ করে রেকর্ড করেছিল দেশ। সে দিন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। সেই উপলক্ষে এত বড় কর্মসূচি নেওয়া হয়েছিল কেন্দ্রের তরফ থেকে।
Covid-19 vaccination India |
টিকাকরণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র।তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত টিকাকরণ হয়েছে ৬ কোটি ৮৫ লক্ষ ১৫ হাজার ৬১৭ জনের।
এরপরে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গুজরাট এবং মধ্যপ্রদেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৬ অগস্টের মধ্যে ৫০ কোটি টিকাকরণ হয়েছিল দেশে। ১০০ কোটি টিকাকরণের জন্য লাগলো আরও ৭৬ দিন।
দেশের ৭৫ শতাংশ পূর্ণ বয়স্ক ব্যক্তিরা প্রথম ডোজ পেয়েছেন এবং ৩০-৩১ শতাংশ উভয় ডোজ পেয়েছেন।
১০০ কোটি টিকাকরণ হয়ে গেলে লালকেল্লায় বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে সূত্রের খবর। টিকাদানের মাঝেই জুন_জুলাই মাসের দিকে কোভিডের দ্বিতীয় ঢেউ আসে ভারতের বুকে। বহু মানুষের মৃত্যু হয়। অক্সিজেনের সংকট দেখা গেছিল। তারমধ্যেও টিকাকরণ কর্মসূচি জোরকদমে চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদত্ত স্লোগান চলছিল, "দাবাই ভি, কড়াই ভি।"
0 মন্তব্যসমূহ