T20 World Cup India VS Afghanistan: আজ ভারতের মরণ-বাঁচন ম্যাচ। একপ্রকার প্রেস্টিজ ফাইট। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ যেকোনো উপায়ে জিততে হবে ভারতকে। তাহলেই সেমিফাইনালের ক্ষীণ আশা জেগে থাকবে ভারতীয় দল সহ দর্শকদের কাছেও। নয়তো ব্যাগ-পত্র গোছাতেই হবে বিশ্বকাপের মঞ্চ ছেড়ে।
T20 World Cup India VS Afghanistan |
প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরোও শোচনীয় পরাজয় দলের মানসিকতায় একটু পরিবর্তন আনতে পারে হয়তো। বিগত খেলাগুলোয় ভারতীয় খেলোয়াড়দের বিধ্বস্ত এবং মানসিকভাবে ক্লান্ত মনে হয়েছে। অনেকে এর পিছনে ভারতের একটানা 'সিডিউল'কেই দায়ী করেছেন, আবার কেউ কেউ আই-পি-এল'কে দায়ী করেছেন।
আজকের ম্যাচ আবুধাবিতে। যেখানে স্পিনাররা সুবিধা পেতে পারে। আফগানিস্তান ক্রিকেট দলও কিন্তু যথেষ্ট শক্তিশালী। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে আফগানিস্তানের ব্যাটার ও বোলাররা যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছেন। তার প্রতিফলন দেখা যাচ্ছে তাদের খেলায়ও। নামিবিয়া এবং স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। পাকিস্তানকেও যথেষ্ট টক্কর দিয়েছিল আফগানিস্তান। কিন্তু শেষের দিকে যথেষ্ট অভিজ্ঞতার অভাবে ভুগতে হয় তাদের। তার খেসারতও দিয়েছে।
আজ আফগানিস্তান দলও চাইবে ভারতকে হারাতে যাতে পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট মনোবল নিয়ে নামতে পারে টিম আফগানিস্তান।
ভারতীয় দল সবসময়ই ভালো স্পিন খেলে। কিন্তু সদ্য বিশ্বকাপে তেমন লক্ষণ দেখা যায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিনেই একপ্রকার গুটিয়ে যায় ভারতীয় দলের টপ অর্ডার। আফগানিস্তান দলে রাশিদ খান, মুজিবুর রহমান এবং মহম্মদ নবীর মতো বিশ্বমানের স্পিন বোলার রয়েছে। আবুধাবির স্পিন সহায়ক ছোট মাঠে কেমন লড়াই হয় দুই দলের তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রিয় দর্শক।
খেলা শুরু সন্ধ্যা ৭.৩০pm হবে।ভারতীয় দলে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই।
0 মন্তব্যসমূহ