Simha Rasi 2022 : সিংহ রাশির 2022 সালে কেমন থাকবে আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, স্বাস্থ্যের অবস্থা

সিংহ রাশির 2022 সালে কেমন যাবে(Simha Rasi 2022)

সিংহ রাশির 2022 সাল: নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে জীবন শুরু করা দরকার। পুরনো বছরের দূর্দশা, দুঃখ, আনন্দ, আত্মতৃপ্তি এবং আত্মত্যাগ সবকিছু বাদ দিয়ে নতুন ভোরের মতো উজ্বল ভাবে উদ্দীপিত হতে হবে আমাদের। সমস্ত বাধা অতিক্রম করে জীবনকে সুন্দর করে তুলতে হবে। উপভোগ করতে হবে জীবনের স্বাদ-রস-রাসল্যপণা। 

মানুষের ভাগ্য রাশি কেমন থাকছে নতুন বর্ষে। দেখে নেওয়া যাক নতুন এক রাশির ভবিষ্যত কেমন হতে পারে। আজকের পর্বে থাকছে সিংহ রাশির(Simha Rasi 2022) জাতক।

সিংহ রাশির 2022 সালে স্বাস্থ্য পরিস্থিতি :- স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কখনো কখনো জটিল সমস্যা দেখা দেবার সম্ভাবনা প্রবল। তাই স্বাস্থ্যের যত্ন নিন। হাত,পেট ও লিভারের রোগের কারণে চিন্তিত থাকবেন। বায়ু রোগ এবং গাঁটের ব্যাথা থেকে সাবধানে থাকবেন।

সিংহ রাশির 2022 সালে কেরিয়ার :- সাধারণত উজ্জ্বল কেরিয়ার সম্পন্ন হবেন। কাজের প্রতি অধিক মনোযোগী হবেন। পেশায় উন্নতি ঘটতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। ব্যবসা করে সন্তুষ্টি পাবেন। চাকরিজীবীরা সম্মান পাবেন।

সিংহ রাশির 2022 সালে আর্থিক পরিস্থিতি :- ব্যয় বৃদ্ধি পাবে, তাই আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বাধা নিজস্ব কৌশলে সামলে নেবেন। ব্যবসায়ীগণ আমদানি বৃদ্ধি করুন, নাহলে পরবর্তীতে ভুগতে পারেন। এপ্রিলের পর থেকে শুভক্ষণ শুরু হবে। আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। চিন্তামুক্ত থাকবেন।

পরিবার ও পরিজন :- পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারে সামঞ্জস্য বজায় থাকবে। পারিবারিক সমস্যা একটু আধটু থাকবে। দম্পতিগণ দ্বিতীয় সন্তানের সুখ লাভ করবেন। বিরোধী কিংবা শত্রুদের থেকে সাবধানে থাকুন।

সিংহ রাশির 2022 সালে প্রতিযোগিতা মূলক পরীক্ষা :- বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। উচ্চশিক্ষা লাভে ইচ্ছুক ব্যক্তিগণ পছন্দের ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবেন। মনোযোগ বৃদ্ধির চেষ্টা করুন।  পরীক্ষায় পাশ করে যেতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে তাও পূরণ হয়ে যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ