শিবরাত্রি সময়সূচী 2023 | শিবরাত্রি ২০২৩ কবে
শিব চতুর্দশী ২০২৩: মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালিত হয়। প্রতি মাসে মাসিক শিবরাত্রি পালিত হলেও, ফাল্গুন মাসের মহা শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন নিয়ম মেনে মহাদেবের পুজো করা হয়। ২০২৩ সালের শিবরাত্রি পালিত হবে ১৮ ফেব্রুয়ারি, শনিবার। সারাদিন উপবাস থেকে শিবের পুজো করেন তাঁর ভক্তরা।
শিবরাত্রি সময়সূচী 2023
আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই শিবরাত্রি ২০২৩। আপনি হয়তো গুগলে সার্চ করছেন শিবরাত্রি ২০২৩ কবে অথবা শিবরাত্রি সময়সূচী 2023 কিন্তু সঠিক তথ্য পাচ্ছেন না, তাহলে এই পোস্টটি আপনার জন্য। Khabor Din Rat এর আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন শিবরাত্রি সময়সূচী ২০২৩ সহ শিবরাত্রি সম্পর্কে যাবতীয় তথ্য।
শিবরাত্রির বারোটি জ্যোতির্লিঙ্গ
বিশেষ বিশেষ পুজা স্থান :- মহাশিবরাত্রি অনুষ্ঠানে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঁকারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্র্যয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর ও ঘুশ্মেশ্বর এ বহু মানুষের সমাগম হয় ও সবার হাতে এই জ্যোতির্লিঙ্গের পূজা ও পবিত্র স্পর্শলাভ ঘটে।
শিবরাত্রির ২০২৩ পুজোর সময়কাল
উৎসবের নাম | তারিখ | দিন |
---|---|---|
মহা শিবরাত্রি | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | শনিবার |
মহা শিবরাত্রিতে চার প্রহরে শিবের পুজো করার বিধান রয়েছে।
- প্রথম প্রহর- ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৩ মিনিট থেকে রাত ৯ টা ২৪ মিনিট পর্যন্ত।
- দ্বিতীয় প্রহর- ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৯টা ২৪ মিনিট থেকে রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।
- তৃতীয় প্রহর- ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা ৩৫ মিনিট থেকে ভোর ৩টে ৩৬ মিনিট পর্যন্ত ।
- চতুর্থ প্রহর- ১৯ ফেব্রুয়ারি ভোর ৩টে ৩৬ মিনিট থেকে সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত।
- পারণের সময়- ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ৬ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত।
শিবরাত্রি ২০২৩ নিশিতকাল পূজার সময়সূচী
- নিশিতকাল তিথি শুরু:- ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ১১:২৫ মিনিটে।
- নিশিতকাল তিথির শেষ:- ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) রাত ১২:১৫ মিনিটে।
শিব পুজোর নিয়মকানুন | শিব পুজোর মন্ত্র
প্রচলিত ধারণা অনুযায়ী, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন । কোথাও বর্ণিত আছে, এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল ।
পুজোর আগের দিন নিরামিষ ভোজন করা উচিত। পরেরদিন উপবাস পালন করা হয়। রাতে ঘি, মধু, গঙ্গাজল , দুধ এবং জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয়। বেলপাতা, আকন্দ, ধুতুরাফল এবং ফুল, অখণ্ড চাল অর্পণ করা হয় এরপর। তারপর প্রদীপ, কর্পূর জ্বালিয়ে "ওঁ নমঃ শিবায়" মন্ত্র জপ করা হয়। শিবের পুজো করার পর ঘুটে জ্বালিয়ে এতে তিল, চাল ও ঘি মিশ্রিত আহুতি দেওয়া হয়।
শিব মন্দিরে ঐদিন মায়েরা-মেয়েরা সন্ধ্যা বেলায় প্রদীপ প্রজ্বলন করেন। তাদের এবং পরিবারের তথা সন্তান সন্ততির জন্য প্রার্থনা করে থাকেন।
সচরাচর ঐদিন সারারাত জেগে থাকার প্রথা প্রচলিত থাকলেও বর্তমানে আর কেহ তেমনভাবে জাগেন না।
FAQ
1. শিব কার ধ্যান করেন ?
দেবাদিদেব মহাদেব শ্রী নারায়ণের ধ্যান করেন।
2. ভারতবর্ষে মহাদেবের কয়টি জ্যোতির্লিঙ্গ আছে এবং কী কী?
ভারতবর্ষে মহাদেবের বারোটি জ্যোতিরিঙ্গ আছে, যে গুলি হল
- সোমনাথ
- মল্লিকার্জুন
- মহাকালেশ্বর
- ওঁকারেশ্বর
- কেদারনাথ
- ভীমশঙ্কর
- বিশ্বেশ্বর
- ত্র্যয়ম্বকেশ্বর
- বৈদ্যনাথ
- নাগেশ্বর
- রামেশ্বর
- ঘুশ্মেশ্বর
শিব শব্দের অর্থ “মঙ্গলময়”
1 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুন