April, 2022 রাশিফল | এপ্রিল মাসের রাশিফল ২০২২



এপ্রিল মাসের রাশিফল ২০২২

April, 2022 রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। এপ্রিল ২০২২ রাশিফল বেশ গুরুত্বপূর্ণ প্রত্যেক রাশির জাতক/জাতিকার জন্য, কারণ নয়টি গ্রহই রাশি পরিবর্তন করতে চলেছে এই মাসে, এর প্রভাব প্রতিটি রাশির উপর খুব ভালোভাবে পড়তে চলেছে। এই নয় রাশি গ্রহের পরিবর্তনে প্রচুর ধন-সম্পদ লাভ হতে চলেছে এই ছয়টি রাশির।


প্রিয় পাঠক এই পোষ্টের মাধ্যমে আপনি বারোটি রাশির এপ্রিল 2022 রাশিফল জানতে পারবেন। এপ্রিল মাসে কেমন থাকতে চলেছে আপনার স্বাস্থ্যের অবস্থা, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, ব্যবসা, শিক্ষা, আপনার দাম্পত্য জীবন সবটাই জানতে পারবেন এই পোস্টটির মাধ্যমে।


April 2022 মেষ রাশির রাশিফল


রাশির অধিপতি মঙ্গল
শুভ সংখ্যা
শুভ তারিখ (প্রতি ইংরেজি মাসের) ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭
শুভ রং লাল, সাদা, গোলাপি।
শুভরত্ন রক্ত প্রবাল, হীরা।
শুভবার মঙ্গলবার ও রবিবার।
শুভদিক্ পূর্বদিক।
শুভধাতু তামা।
মিত্র রাশি সিংহ, তুলা ও ধনুরাশি।
শত্রুরাশি মিঠুন ও কন্যারাশি।


April 2022 মেষ রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য তেমন একটা ভালো থাকবে না, ১-৭ তারিখ পর্যন্ত আপনি মানসিকভাবে চিন্তিত থাকবেন, আপনার হাত এবং পায়ের যন্ত্রণা হবে, অফিসেও আপনার বসের সঙ্গে ঝামেলা হবে। 

April 2022 মেষ রাশির আর্থিক পরিস্থিতি:-মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসটি খুব লাভ দায়ক হতে চলেছে, আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনার ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন কিন্তু ২১-৩০ এপ্রিলের মধ্যেই আপনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে।

April 2022 মেষ রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তাহলে পারিবারিক দিক থেকে এপ্রিল মাস টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছেন। এই মাসে আপনি আপনার বড় সন্তানের কাছ থেকে শুভ সংবাদ পেতে চলেছেন, এই মাসে আপনার বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকছে নদী, পাহাড় ও তীর্থস্থানে। এপ্রিল মাসে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে ভালোবাসা অনেক গভীর হবে। দুজনে তীর্থস্থানের ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেইসঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক এই মাসে খুব সুন্দর থাকবে।



April 2022 বৃষ রাশির রাশিফল


রাশির অধিপতি শুক্র।
শুভ সংখ্যা
শুভ তারিখ (প্রতি ইংরেজি মাসের) ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭, ও ৩১
শুভ রং সাদা, নেভি ব্লু, গোলাপি।
শুভরত্ন হীরা, পান্না।
শুভবার শুক্র ও শনিবার।
শুভদিক্ দক্ষিণদিক
শুভধাতু প্লাটিনাম।
মিত্র রাশি মকর ও কুম্ভ রশি।
শত্রুরাশি ধনু, সিংহ, ও মিন রশি।


April 2022 বৃশ্চিক রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এই মাসে আপনার স্বাস্থ্য খুব সুন্দর থাকবে, মানসিকভাবে আপনি পরিপূর্ণ থাকবেন, পরিবার বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান এবং পার্টিতে অংশগ্রহণের মাধ্যমে আপনার মন ভালো থাকবে। কিন্তু ৩ থেকে ১২ এপ্রিল এর মধ্যে আপনার হাতে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকছে।

April 2022 বৃষ রাশির আর্থিক পরিস্থিতি:-এই মাসে আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারবেন আপনি। প্রধানত তিনটি স্থান থেকে এই মাসে আপনি লাভবান হবেন, আপনি কোন অতিরিক্ত কাজ করে অতিরিক্ত লাভ করতে পারেন, আপনার ব্যাংকে থাকা টাকা অথবা শেয়ার মার্কেট  থেকে আপনি প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে পারেন, জায়গা জমি অথবা কোন কিছু কেনাবেচার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে মুনাফা খারাপ করতে পারবেন এই মাসে।

April 2022 বৃষ রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এপ্রিল মাসে বৃষ রাশির পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। আপনার পিতার উন্নতির সম্ভাবনা থাকছে, বিভিন্ন ধরনের সম্মান পেতে পারেন তিনি। আপনার পরিবার থেকে কোনো শুভ সংবাদ আসতে পারেন। এই মাসে আপনি আপনার সন্তানদের নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে আপনার সন্তানের দ্বারা কোনো শুভ সংবাদ পেতে চলেছেন আপনি। অন্যদিকে দাম্পত্য জীবনে এই মাসটি আপনার জন্য তেমন একটা ভালো নয়। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকার সম্ভাবনা থাকছে। অন্যদিকে স্বামী-স্ত্রীর মধ্যেও মনোমালিন্য হতে পারে, স্বামীর চাকরি নিয়ে সমস্যা হতে পারে।



April 2022 মিথুন রাশির রাশিফল


রাশির অধিপতি বুধ
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৪, ৫, ৮, ১৪, ১৭, ২৩, ও ২৬
শুভ রং সবুজ, আকাশী, কমলা ও লাল।
শুভরত্ন পান্না
শুভধাতু সোনা
শুভবার বুধবার (এছাড়া মঙ্গল ও শুক্রবার)
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি মেশ, সিংহ, কন্যা, তুলা, ও কুম্ভ।
শত্রুরাশি কর্কট রাশি।


April 2022 মিথুন রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাসে আপনার স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকতে চলেছে। আপনি নতুন কিছু শিখতে চলেছেন এই মাসে, নতুন স্কুলে পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পারেন অথবা যোগব্যায়াম ক্লাসে যুক্ত হতে পারেন। ১২ থেকে ২০ তারিখের মধ্যে আপনার পেটের সমস্যা থাকতে পারে।

April 2022 মিথুন রাশির আর্থিক পরিস্থিতি:- এই মাস আপনার জন্য অত্যন্ত লাভ দায়ক হতে চলেছে। মূলত চারটি জায়গা থেকে আপনার অর্থ লাভ হতে চলেছে এই মাসে আপনি কোন সরকারই যোজনা থেকে অর্থ লাভ হতে পারে, আপনার বাবা ও মায়ের কাছ থেকে অর্থ লাভ হতে পারে, আপনার ভাই বোন বা দাদার কাছ থেকে আপনার অর্থলাভ হতে পারে, কোন কিছু ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে এই মাসে আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে আপনার পথ প্রমোশন হতে চলেছে।

April 2022 মিথুন রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এপ্রিল মাসে আপনার পারিবারিক অবস্থা ভাল থাকবে। আপনার  পিতার দ্বারা আপনি শুভ সংবাদ পেতে চলেছেন। এই মাসটি আপনার সন্তানের জন্য শুভ হতে চলেছেন। এই মাসে আপনার সঙ্গিনীর সাথে ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী/স্ত্রী সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকছে, আপনার বাড়িতে পুঁজো আর্চনা হতে চলেছে।



April 2022 কর্কট রাশির রাশিফল


রাশির অধিপতি চন্দ্র
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ২, ৭, ১১, ১৬, ২০, ২৫, ও ২৯p
শুভ রং সাদা ও ক্রীম
শুভরত্ন মুক্ত
শুভধাতু সোনা, রূপা ও তামা
শুভবার সোমবার
শুভদিক্ পূর্বদিক
মিত্ররাশি তুলা, বৃশ্চিক ও মীন
শত্রুরাশি মেশ


April 2022 কর্কট রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাসে আপনার স্বাস্থ্য খুব সুন্দর থাকবে, এই মাসে আপনার সভাব, চরিত্র অনেক কিছু বদল লক্ষ্য করা যাবে। আপনি সামাজিক কাজ করমে নিজেকে নিযুক্ত করার সম্ভাবনা থাকছে।

April 2022 কর্কট রাশির আর্থিক পরিস্থিতি:- এপ্রিল মাসে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনি মূলত তিন জায়গা থেকে অর্থ লাভ করতে চলেছেন। প্রথমত কোন সরকারি যোজনা অথবা আপনি আপনার পিতার কাছ থেকে অর্থ লাভ করতে চলেছেন, দ্বিতীয়ত আপনি কোন কিছু ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে অর্থ লাভ করতে চলেছেন, তৃতীয়ত আপনি অতিরিক্ত কাজের মাধ্যমে অতিরিক্ত টাকা অর্জন করতে পারবেন এই মাসে। চাকরিপ্রার্থীদের ক্ষেত্রেই ১ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে আপনি মানসিক সমস্যায় থাকবেন কিন্তু ১৩ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার পদোন্নতি সম্ভাবনা থাকছে, লাভবান হতে চলেছেন।

April 2022 কর্কট রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এপ্রিল মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আপনার পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকবে, আর ১২ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার পরিবারের কোন এক ব্যক্তির দ্বারা শুভ সংবাদ পেতে চলেছেন আপনি। আপনার সন্তানের জন্য এপ্রিল মাস শুভ নয়, এই মাসে আপনার সন্তান হাতে পায়ে চোট পেতে পারে। প্রেমিক/প্রেমিকাদের ক্ষেত্রে আপনার পার্টনারের হাতে পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকছে। স্বামী/স্ত্রী ক্ষেত্রে আপনার পার্টনারের অ্যালার্জির সমস্যা আসতে পারে।



April 2022 সিংহ রাশির রাশিফল


রাশির অধিপতি রবি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ২, ৭, ১১, ১৬, ২০, ২৫, ও ২৯
শুভ রং সাদা ও হলুদ
শুভরত্ন চুনি বা রক্তবর্ণ হীরা
শুভধাতু তামা
শুভবার রবি ও বুধবার
শুভদিক্ পূর্বদিক
মিত্ররাশি মিস, কন্যা, ও ধনুরাশি।
শত্রুরাশি বৃষ, তুলা, মকর ও কুম্ভরাশি।


April 2022 সিংহ রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাসে সিংহ রাশির জাতক/জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ভালো এবং কিছু খারাপ প্রভাব থাকছেন। ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আপনার পেটের সমস্যা হতে পারে, ডায়াবেটিস, হাতে পায়ে ব্যথা হতে পারে কিন্তু ২১ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার স্বাস্থ্য সম্পূর্ণভাবে ভালো থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ১ থেকে ২০ তারিখের মধ্যে প্রচুর পরিমাণে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে।

April 2022 সিংহ রাশির আর্থিক পরিস্থিতি:- সিংহ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসে তিনটি জায়গা থেকে টাকা কামাতে পারবেন। প্রথমত আপনি আপনার পিতামাতার কাছ থেকে অর্থ লাভ করতে পারেন, আপনার জীবনে আটকে থাকা অর্থ আপনি আবার ফিরে পেতে পারেন, আপনি অতিরিক্ত কাজ করে এপ্রিল মাসে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারেন। অপরদিকে আপনার সম্পূর্ণ অর্থ পুরনো দেনা শোধ করতে খরচ হয়ে যাবে। অর্থাৎ আয় এবং ব্যয় এপ্রিল মাসের সমান থাকবে আপনার।

April 2022 সিংহ রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এপ্রিল মাসে সিংহ রাশি জাতক/জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে সমস্যা থাকার সম্ভাবনা। আপনার বাড়ির সদস্যদের মধ্যে কোন একজন ব্যক্তির বড় ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের সঙ্গেও মনোমালিন্যে সম্ভাবনা থাকছে ১ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে। প্রেমিক/প্রেমিকাদের ক্ষেত্রে মাসের প্রথম ১০ দিন মনোমালিন্যে সম্ভাবনা থাকে। ছোট ছোট কারনে ঝগড়া হতে পারে। স্বামী/স্ত্রীর ক্ষেত্রে আপনার জীবন সঙ্গিনীর শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতার সম্ভাবনা থাকছে। এপ্রিল মাসের ১৩ তারিখের পর থেকে আপনার জীবন সঙ্গিনী দ্বারা কোনো শুভ সংবাদ পেতে চলেছেন আপনি।



April 2022 কন্যা রাশির রাশিফল


রাশির অধিপতি বুধ
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৫, ৮, ১৪, ১৭, ২৩, ২৬, ও ৩০
শুভ রং সবুজ
শুভরত্ন পান্না
শুভধাতু সোনা ও তামা
শুভবার রবি ও বুধবার
শুভদিক্ দক্ষিণদিক
মিত্ররাশি মেষ, মিথুন, সিংহ ও তুলা।
শত্রুরাশি কর্কটরাশি।


April 2022 কন্যা রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাসে কন্যা রাশির জাতক/জাতিকাদের স্বাস্থ্য দুটি পার্টি বিভক্ত রয়েছে। ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত আপনার স্বাস্থ্য সম্পূর্ণভাবে ভালো থাকবে। তবে ১৭ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার স্ত্রী আপনার মা অসুস্থ হতে পারেন, অর্থাৎ মহিলাদের অসুস্থতার সম্ভাবনা থাকছে।

April 2022 কন্যা রাশির আর্থিক পরিস্থিতি:- এপ্রিল মাসে কন্যা রাশির জাতক/জাতিকাদের আর্থিক পরিস্থিতি তেমন একটা ভালো থাকবে না। যেকোন কাজে সফলতার জন্য প্রয়োজনের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই মাসে আপনাকে। এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে নতুন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরিতে উচ্চ পদ লাভের সম্ভাবনা থাকছে।

April 2022 কন্যা রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এপ্রিল মাসে আপনার পরিবারের সকলে ভালো থাকবে। আপনার বাবা ও মায়ের সামান্য হাতে পায়ে ব্যথা-যন্ত্রণা হতে পারে। এই মাসে আপনার বড় সন্তানকে সাবধানে থাকতে হবে নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে স্বামী/স্ত্রী ভ্রমণের সম্ভাবনা থাকছে, আপনার স্ত্রীর প্রচুর পরিমাণে অর্থ লাভের সম্ভাবনা থাকছে। প্রেমিক/প্রেমিকার ক্ষেত্রে প্রেমিকার বাড়ি থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে।



April 2022 তুলা রাশির রাশিফল


রাশির অধিপতি শুক্র
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ১, ৬, ১০, ১৫, ১৯, ২৪, ও ২৮
শুভ রং সাদা
শুভরত্ন হীরা
শুভধাতু তামা ও রুপা
শুভবার শুক্রবার
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি মিথুন, কর্কট, ধনু ও কুম্ভরাশি
শত্রুরাশি সিংহরাশি


April 2022 তুলা রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাসে তুলা রাশির জাতক/জাতিকার স্বাস্থ্য অতি উত্তম হতে চলেছে। এই মাসে আপনি প্রচুর পরিমাণে জামাকাপড় কিনতে চলেছেন। আপনি ধার্মিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন। বিভিন্ন ধার্মিক স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার মন শান্ত এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে।

April 2022 তুলা রাশির আর্থিক পরিস্থিতি:- তুলা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে আর্থিক ব্যয় এর সম্ভাবনা থাকছে, আপনার এই সাত দিন প্রচুর পরিমাণে খরচ হবে, আর ৮ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার অর্থ লাভের সম্ভাবনা থাকছে। সেইসঙ্গে খরচ করবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এককথায় এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যা আয় হবে তাই ব্যয় হয়ে যাবে। নতুন চাকরির ক্ষেত্রে এপ্রিল মাসটি আপনার জন্য শুভ হতে চলেছে।

April 2022 তুলা রাশির পারিবারিক ও দাম্পত্য জীবন:- এপ্রিল মাসে তুলা রাশির জাতক/জাতিকাদের পরিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আপনার সন্তানের কাছ থেকে আপনি শুভ সংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনে প্রেমিক/প্রেমিকার ক্ষেত্রে মতবিরোধ থাকবে, পরিবার নিয়ে সমস্যা থাকবে।



April 2022 বৃশ্চিক রাশির রাশিফল


রাশির অধিপতি মঙ্গল
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭, ও ৩১
শুভ রং লাল
শুভরত্ন প্রবাল
শুভধাতু সোনা
শুভবার রবি ও মঙ্গলবার
শুভদিক্ উত্তরদিক
মিত্ররাশি কর্কট ও মীনরাশি
শত্রুরাশি মেষ, সিংহ ও ধনুরাশি


April 2022 বৃশ্চিক রাশির স্বার্থের পরিস্থিতি:- বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আপনি সামান্য কথাতেই রেগে যাবেন, আপনার মধ্যে একটি বিরক্তি ভাব কাজ করবে।

April 2022 বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি:- তুলা রাশির ক্ষেত্রে এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি দুটি ভাগে অবস্থান করছে। এই মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ থাকতে চলেছে, টাকা-পয়সা নিয়ে আপনার সঙ্গে ঝগরা এবং মারামারিও সম্ভাবনা থাকছে অন্য ব্যক্তি। এই মাসের ১১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকতে চলেছে, বিভিন্ন জায়গা থেকে আপনি অর্থ লাভ করতে চলেছেন।

April 2022 বৃশ্চিক রাশির পারিবারিক ও দাম্পত্য জীবন:- বৃশ্চিক রাশির এপ্রিল মাসে পারিবারিক অবস্থা ভাল থাকবে। পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকছে, বাড়িতে কোন পুজো আর্জনা হতে চলেছে। সব মিলিয়ে এই মাসটি আপনার পরিবারের জন্য খুব ভালো হতে চলেছে।



April 2022 কুম্ভ রাশির রাশিফল 


রাশির অধিপতি শনি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০
শুভ রং কালো নীল ও আকাশি
শুভরত্ন নীলা
শুভধাতু লোহা ও সীসা।
শুভবার শুক্র ও শনিবার
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি বৃষ, মকর ও মীনরাশি
শত্রুরাশি মেষ, কর্কট ও সিংহরাশি


April 2022 কুম্ভ রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাস টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই মাসে আপনার মানসিক শান্তি থাকবে, তবে সুগারের প্রবলেম হতে পারে, হাতে পায়ে সামান্য যন্ত্রণার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে এই মাসটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে চলেছে।

April 2022 কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি:- সূর্য, বুধ এবং চন্দ্র আপনার অর্থ অধিপতি হিসেবে অবস্থান করছেন। এই মাসটি আপনি মূলত তিনটি জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন। প্রথমত আপনার পিতামাতার কাছ থেকে আপনার অর্থ লাভ হতে পারে, অতিরিক্ত কাজের মাধ্যমে আপনি এপ্রিল মাসে অর্থলাভ করতে পারেন, আপনি যদি শেয়ারে ইনভেস্ট করে থাকেন তাহলে সেখান থেকেও একটি মোটা অংকের টাকা মুনাফা অর্জন করতে পারেন।

April 2022 কুম্ভ রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- ১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে আপনার পরিবারের কোনো সদস্যের দ্বারা কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনার পরিবারের কোন সদস্যের মোবাইল, টিভি, ল্যাপটপ কোন কিছু হারিয়ে খেলার সম্ভাবনা থাকে। আপনার সন্তানের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে, এই মাসে আপনার সন্তান চাকরি পেতে পারে। দাম্পত্য জীবনে এপ্রিল মাস কি আপনার জন্য শুভ হতে চলেছে, আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার জীবন সঙ্গিনী কোনো শুভ সংবাদ পেতে চলেছে এই মাসে।



April 2022 ধনু রাশির রাশিফল


রাশির অধিপতি বৃহস্পতি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০
শুভ রং সাদা হলুদ ও নীল
শুভরত্ন পোখরাজ
শুভধাতু সোনা, তামা, ব্রঞ্চ ও সিজা।
শুভবার বৃহস্পতিবার
শুভদিক্ পূর্বদিক
মিত্ররাশি মেষ ও সিংহরাশি
শত্রুরাশি কর্কট,বৃশ্চিক ও মিনরাশি।


April 2022 ধনু রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- এপ্রিল মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আপনার ক্রোধ বেড়ে যাবে, হাতে, পায়ে, পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সঙ্গে কোন এক ব্যক্তির ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে আপনি মানসিকভাবে অস্থির থাকবেন।

April 2022 ধনু রাশির আর্থিক পরিস্থিতি:- ধনু রাশির জাতক/জাতিকাদের জন্য এপ্রিল মাসের আর্থিক পরিস্থিতি ভালো নয়। এই মাসে আপনাকে অর্থ লাভের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে, ১ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে আপনার খরচ অনেকটা বেড়ে যাবে, সরকারি ফাইন দিতে হতে পারে। আর্থিক সমস্যার কারণে আপনি ঋণ নিতে পারেন।চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এই মাসটি শুভ হবে।

April 2022 ধনু রাশির পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- আপনার আর্থিক পরিস্থিতি খারাপ থাকলেও পারিবারিক পরিস্থিতি খুব ভালোই থাকবে। আপনার পিতার কোন না কোন স্থান থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকে, আপনার পরিবারের কোন সদস্যের কাছ থেকে শুভ সংবাদ পেতে চলেছেন আপনি।



April 2022 মকর রাশির রাশিফল


রাশির অধিপতি শনি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৬, ২১, ও ২৬
শুভ রং কাল ও নীল।
শুভরত্ন নীলা
শুভধাতু লোহা ও সীসা।
শুভবার শুক্র ও শনিবার
শুভদিক্ পশ্চিমদিক
মিত্ররাশি কুম্ভরাশি।
শত্রুরাশি সিংহরাশি


April 2022 মকর রাশির স্বার্থের পরিস্থিতি:- ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আপনার ক্রোধ সামান্য বেড়ে যাবে। হাতে পায়ে সামান্য চোট লাগার সম্ভাবনা থাকছে। তবে ১৬ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে স্বাস্থ্যের অবস্থা আপনার স্বাভাবিক থাকবে।

April 2022 মকর রাশির আর্থিক পরিস্থিতি:- এই মাসে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছে, কোন শেয়ার মার্কেট অথবা আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে চলেছেন এই মাসে কিন্তু এই অর্থ আপনি ধরে রাখতে পারবে না সমান হারে খরচ হয়ে যাবে।

April 2022 মকর রাশি পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এই মাসে আপনার পারিবারিক অবস্থা স্বাভাবিক থাকবে, ভাই বোনের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের স্বাস্থ্যের পরিস্থিতি খুব একটা ভালো থাকবেন। আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।



April 2022 মীন রাশির রাশিফল


রাশির অধিপতি বৃহস্পতি
শুভ সংখ্যা
শুভ তারিখ(প্রতি ইংরেজি মাসের) ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০
শুভ রং হলুদ, গোলাপি ও হালকা মেরুন।
শুভরত্ন পোখরাজ, চুমু ও রক্তপ্রলাপ।
শুভধাতু সোনা ও তামা।
শুভবার বৃহস্পতিবার
শুভদিক্ উত্তরদিক
মিত্ররাশি মেষ, সিংহ ও বৃশ্চিক
শত্রুরাশি মিথুন ও কুম্ভরাশি


April 2022 মীন রাশির স্বাস্থ্যের পরিস্থিতি:- মীন রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের স্বাস্থ্যের পরিস্থিতি ভালো থাকবেন। আপনি আপনার স্বাস্থ্যের উপরে গুরুত্ব দিতে শুরু করবেন। আপনি মানসিকভাবে পরিপূর্ণ থাকবেন এই মাসে।

April 2022 মীন রাশির আর্থিক পরিস্থিতি:- মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। শেয়ার মার্কেটে আপনার লস্যের সম্ভাবনা থাকছে। প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হবে আপনাকে। যা আয় করবেন সবটাই ব্যয় হয়ে যাবে।

April 2022 বৃষ রাশি পারিবারিক ও দাম্পত্য পরিস্থিতি:- এপ্রিল মাসে আপনার পারিবারিক অবস্থা স্বাভাবিক থাকবে। আপনার বাবার কাছ থেকে কোনো শুভ সংবাদ পেতে চলেছেন। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার দাম্পত্য জীবন এপ্রিল মাসে অনেকটাই আনন্দের হতে চলেছে। আপনার পার্টনারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ