প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্ন
নক্ষত্র পতন। প্রয়াত ক্রিকেট জগতের কিংবদন্তি শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের প্রয়াণে টুইট করেছিলেন ওয়ার্ন। শেন ওয়ার্নের সেই পোস্ট রয়ে গেল টুইটার অ্যাকাউন্টে। রইলেন না তিনি। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন,রড মার্শ প্রয়াত হওয়ার খবর মনটা খুব খারাপ করে দিলো। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। ওঁর পরিবারকে অনেক অনেক ভালবাসা।
গত সেপ্টেম্বরে কিংবদন্তি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসাকালীন সময় এবং নিভৃত বাসের সময়কালে মজার মজার টুইট করে যথেষ্ট শোরগোল ফেলেছিলেন তিনি।
এখানেই শেষ নয়। কোভিডকে হারানোর জন্য আরও বিভিন্ন অদ্ভুত পন্থার কথা বলেছিলেন ওয়ার্ন। এক বার ভেবেছিলেন, পশুদের কৃমি কমানোর ওষুধ খাবেন। এক বার ভেবেছিলেন, জামা-কাপড় কাচার ব্লিচ খাবেন।
বরাবরই চমক দিতে ভালবাসতেন। মাঠের ভিতরে বল হাতে যেমন চমকে দিতেন ব্যাটারদের, তেমনই মাঠের বাইরেও চমকে দিতেন নিজের ক্যারিশ্মায়। জীবনের শেষ বেলাতেও চমকে দিয়ে গেলেন ওয়ার্ন।
ওয়ার্নের ম্যানেজমেন্ট শনিবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। ওই বিবৃতিতে তারা জানায়, তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওদের বিবৃতি অনুযায়ী নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে। এর চেয়ে বেশি কিছু এখনই জানানো হয়নি।
জীবনের প্রথম ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, 1992 সালে ভারতের বিপক্ষে। শেষ টেস্ট 2007 সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই, ইংল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী দলের পূর্ণাঙ্গ সদস্য ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে 145 টেস্টে 708 উইকেট নিয়েছেন।
0 মন্তব্যসমূহ