২০২২ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ সময়সূচী(2022 Solar and Lunar Eclipse)
২০২২ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ(2022 Solar and Lunar Eclipse)কবে হতে চলেছে এই নিয়ে কৌতুহল রয়েছে প্রতিটি মানুষের মধ্যেই। জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে আত্মার কারণ এবং চন্দ্রকে মন ও মাতার কারন হিসেবে বিবেচনা করা হয়। আর আমরা ভারতীয়রা সূর্যগ্রহণ(Solar Eclipse) ও চন্দ্রগ্রহন(Lunar Eclipse) দিনক্ষণ নিয়ে অনেকটা বেশি কৌতুহল থাকে। চলুন দেখে নেয়া যাক ২০২২ সালে কখন সূর্য গ্রহণ কখন চন্দ্রগ্রহণ এর যোগ রয়েছে।
প্রিয় পাঠক এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন ২০২২ সালে সূর্য ও চন্দ্র গ্রহণের সম্পূর্ণ সময়সূচী(Time and Date Eclipse), কোন কোন অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় কি কি করনীয়।
বিজ্ঞান মতে গ্রহণ কাকে বলে?
চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীপৃষ্ঠে পড়ে তখনই হয় সূর্যগ্রহণ(Solar Eclipse)।
সূর্য পৃথিবী এবং চান্দ যখন একই সরলরেখায় চলে আসেন তখন হয় চন্দ্রগ্রহণ(Lunar Eclipse)। অর্থাৎ সূর্য এবং চাঁদ এর মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পরে সে ক্ষেত্রে পৃথিবীর মানুষ চাঁদকে কিছুক্ষণের জন্য দেখতে পায়না।
২০২২ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ(2022 Solar and Lunar Eclipse)
২০২২ সালে মোট চারটি গ্রহণ হতে চলেছে, এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। যদিও প্রতিটি যখন ভারত থেকে দৃশ্যমান হবে না। কেবলমাত্র একটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে।
২০২২ প্রথম সূর্যগ্রহণ সময়সূচী(2022 First Solar Eclipse Time and Date)
২০২২ প্রথম প্রথম সূর্য গ্রহন হতে চলেছে ৩০ এপ্রিল, তবে এটি আংশিক গ্রহণ হবে। এই গ্রহণ কি শুরু হবে দুপুর ১২:১৫ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪:০৭ মিনিটে। এই গ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে না। এই গ্রহণটি মূলত দক্ষিণ-পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাদেশ থেকে দৃশ্যমান হবে।
২০২২ দ্বিতীয় সূর্যগ্রহণ সময়সূচী (2022 Second Solar Eclipse Time and Date)
২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২৫ অক্টোবর শনিবার। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ০৪:২৯ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ০৫:৪২ মিনিটে। এই গ্রহণীয় আংশিক গ্রহণ হবে। এই গ্রহণ মূলত ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, উত্তর পূর্ব আফ্রিকা, আটলান্টিক মহাসাগর থেকে দৃশ্যমান হবে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না।
২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ সময়সূচী(2022 First Lunar Eclipse Time and Date)
ভারতীয় সময়সীমা অনুযায়ী ২০২২ সালে প্রথম চন্দ্রগ্রহন হবে ১৬ মে সোমবার। এই গ্রহণ টি শুরু হবে সকাল ৭:০২ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২:২০ মিনিটে। ২০২২ এর প্রথম চন্দ্রগ্রহণ টি আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণ টি দৃশ্যমান হবে দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল থেকে। এই চন্দ্রগ্রহণ টি ভারত থেকেও দৃশ্যমান হবে।
২০২২ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সময়সূচী (2022 Second Lunar Eclipse Time and Date)
ভারতীয় সময় অনুসারে ২০২২ এর দ্বিতীয় চন্দ্রগ্রহন হবে ৮ নভেম্বর মঙ্গলবার। গ্রহণ টি শুরু হবে দুপুর ১:৩২ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭:২৫ মিনিটে অর্থাৎ এই গ্রহণটি টানা ৯ ঘণ্টা ধরে চলবে। ২০২২ এর দ্বিতীয় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারত, অস্ট্রেলিয়া, উত্তর-পূর্ব ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে।
গ্রহণের সময় কী কী করণীয় (কুসংস্কার)
মূলত গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বের হতে দেয়া হয় না, এই সময় তাদের কোন খাবার খেতে বারণ করা হয়। তাছাড়া এই সময়ে মন্দিরের পূজা আর্চনা বন্ধ রাখা হয়, যেকোনো ধরনের শুভ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। কোন ব্যক্তি গ্রহণ দেখলে তার বাপ লাগে।
FAQ
1. সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ কাকে বলে?
চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীপৃষ্ঠে পড়ে তখনই হয় সূর্যগ্রহণ।
সূর্য পৃথিবী এবং চান্দ যখন একই সরলরেখায় চলে আসেন তখন হয় চন্দ্রগ্রহণ।
2. ২০২২ সালে কতগুলি চন্দ্রগ্রহণ এবং কতগুলি সূর্য গ্রহণ হবে?
২০২২ সালে মূলত দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্য গ্রহণ হবে।
3. সূর্য গ্রহন এবং চন্দ্র গ্রহণের মধ্যে পার্থক্য কী?
সূর্য গ্রহনের সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করে, অন্যদিকে চন্দ্রগ্রহণের সময় চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী অবস্থান করে।
সূর্যগ্রহণ খালি চোখে দেখা যায় না কিন্তু চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদ ভাবে দেখা যায়।
4. ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ কবে এবং কখন হবে?
২০২২ সালে প্রথম সূর্য গ্রহণ হবে 30 এপ্রিল, এটি শুরু হবে দুপুর ১২:১৫ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪:০৭ মিনিটে।
5. ২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ কবে এবং কখন হবে?
2022 সালে প্রথম চন্দ্রগ্রহণ হবে 16 ই মে সোমবার, গ্রহণটি শুরু হবে সকাল ৭:০২ মিনিটে এবং শেষ হবে ১২:২০ মিনিটে।
6. ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে হবে?
২০২২ সালের দ্বিতীয় সূর্য গ্রহণ হবে 25 অক্টোবর শনিবার। গ্রহণ টি শুরু হবে বিকেল ৪:২৮ মিনিটে এবং শেষ হবে ৫:৪২ মিনিটে।
২০২২ সালে প্রথম সূর্য গ্রহণ হবে 30 এপ্রিল, এটি শুরু হবে দুপুর ১২:১৫ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪:০৭ মিনিটে।
5. ২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ কবে এবং কখন হবে?
2022 সালে প্রথম চন্দ্রগ্রহণ হবে 16 ই মে সোমবার, গ্রহণটি শুরু হবে সকাল ৭:০২ মিনিটে এবং শেষ হবে ১২:২০ মিনিটে।
6. ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে হবে?
২০২২ সালের দ্বিতীয় সূর্য গ্রহণ হবে 25 অক্টোবর শনিবার। গ্রহণ টি শুরু হবে বিকেল ৪:২৮ মিনিটে এবং শেষ হবে ৫:৪২ মিনিটে।
0 মন্তব্যসমূহ