বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনে ইনকামের উপায় ২০২২ | How to earn money online in Bangali


বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনে ইনকামের উপায় ২০২২


বাড়িতে বসে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়? অনলাইনে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়? বর্তমান সময়ে এই সকল প্রশ্ন গুলি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনিও হয়তো কখনো না কখনো এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু সঠিক উত্তর এখনও পাননি। তাহলে এই পোষ্টটি আপনার জন্য।


অনলাইন বিষয়টি বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রায় সবার হাতেই মোবাইল ফোন রয়েছে। এই ফোন যে শুধু আপনার টাকা খরচ করে তাই নয়, হ্যাঁ আপনি ঠিক ভাবছেন! এখন হাতের ফোনের সাহায্যে ইনকাম করতে পারেন আপনিও।  মাত্র কয়েক ঘন্টা সময় যদি আপনি প্রতিদিন খরচ করেন তাহলে মাসে বেশ ভালো অঙ্কের কামাই আপনার পকেটে ঢুকতে পারে। 

আসুন আজ জেনে নিই কি কি উপায়ে অনলাইন ইনকাম করতে পারেন।

1. ওয়েবসাইট থেকে অনলাইনে ইনকাম

2. ফ্রিল্যান্সিং থেকে অনলাইনে ইনকাম

3. ইউটিউব থেকে অনলাইনে ইনকাম

4. অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অনলাইনে ইনকাম

5. ছবি তুলে অনলাইনে ইনকাম

6. অনলাইনে পাঠদান ইনকাম

7. ফেসবুক থেকে অনলাইনে ইনকাম

8. ইনস্টাগ্রাম থেকে ইনকাম

9. গ্রাফিক্স ডিজাইন

10.  ই-বুক প্রকাশ করে



1. ব্লগিং করে ইনকাম

ব্লগিং অনলাইন আয়ের বেশ কার্যকরী একটা পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ ভালো অঙ্কের একটা টাকা প্রতি মাসেই পেতে পারেন। এজন্য প্রথমত দরকার মেধা, শ্রম ও ধৈর্য্য। ব্লগ একটি নিউজপেপার এর মত। আপনার জানা বিষয়টি আপনি লিখবেন। সেই বিষয়টি যার জানা দরকার সে পড়বে।  প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয় এ জানাশোনা হয়।আপনিও যে বিষয় এ জানেন সেই বিষয় এর উপর লিখেই শুরু করতে পারেন আপনার ইনকাম। শিক্ষা বিষয়ক, রান্না বিষয়, বিউটি টিপস, বাগান করা ইত্যাদি যেকোন পরিচিত অপরিচিত বিষয়ে লিখতে পারেন।   কিছু ব্লগিং সাইট আছে যারা তাদের প্লাটফর্মে আপনার আর্টিকেল পাবলিশ করে এবং paid views এর ভিত্তিতে পেমেন্ট করে, যেমন : paid for article ইত্যাদি।


2.  ফ্রিল্যান্সিং করে ইনকাম 

 বর্তমানে সবথেকে বেশি লোক যেখানে কাজ করছে সেটি হচ্ছে ফ্রি-ল্যান্সিং। এতে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করাও সম্ভব। সরকার তো ফ্রি-ল্যান্সিং এ সবাইকে উৎসাহ দিচ্ছে। হয়তো আগামী দিনে এটি হয়ে উঠবে একটি জনপ্রিয় পেশা। ফ্রি ল্যান্সিং এর জন্য আপনার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে একাউন্ট করতে হবে। যেমনঃ ফাইবার, ফ্রি ল্যান্সার ইত্যাদি।

এতে দেশী ক্রেতা ছাড়াও বিদেশি ক্রেতারা অনলাইনে কাজের জন্য আপনাকে দায়িত্ব দেবে।তাদের কাজ করে দিতে পারলেই তারা আপনাকে ভালো একটা এমাউন্ট দিবে। এবং সেটা ব্যাংক একাউন্ট এ নিতে হবে। তবে ফ্রি ল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো একটি বিষয় এ পারদর্শী হতে হবে, যেমন:-  Graphics Design, Photo Editing, Website Making, Copywriting, Content Writing,Logo Design ইত্যাদি।


3. ইউটিউব থেকে উপার্জন 

ইউটিউব কোভিড পরবর্তী দুনিয়ার এক জনপ্রিয় অনলাইন সাইট। এখানে আপনি মনের পছন্দের বিষয় সম্পর্কে যেমন জ্ঞানও পেতে পারেন তেমনি চেষ্টা করলে ভালো টাকা উপার্জন করতেও সক্ষম।  তবে আপনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার। কনটেন্ট আপনার নিজস্ব হতে হবে। নতুন কিছু বিষয় হলে তাড়াতাড়ি সমস্ত criteria পূরণ করা যায়। Criteria বলতে, আপনার ইউটিউব চ্যানেলের কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে। আর এক বছরে আপনার সমস্ত ভিডিও মিলে টোটাল ভিউএর সময় ৪০০০ ঘন্টা হতে হবে। এই criteria পূরণ হলেই আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। এতে কিছুটা সময় লাগতে পারে। কিন্তু কয়েকমাস পরিশ্রম করলেই সাফল্য আসবে।


4.  অ্যাফিলিয়েট মার্কেটিং

এই বিষয়টি আমাদের কাছে এতটা পরিচিত নয়। তবে এর মাধ্যমে যথেষ্ট পরিমান অর্থ উপার্জন সম্ভব। বিষয়টি কি জেনে নিই।

বর্তমানে হাজার হাজার মার্কেট প্লেস এ পন্য বিক্রি হয়। এদের ই-কমার্স বলা হয়। আবার এসব ই কমার্স সাইট এর প্রত্যেকটি সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি অপশন রয়েছে। সেখানে আপনার একটি একাউন্ট করতে হবে। এবং তাদের পন্যের লিংক কপি করে শেয়ার করতে হবে।

আপনার শেয়ার করা লিংক থেকে কেও যদি পন্যটি ক্রয় করে আপনি তাহলে আপনার কমিশনটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে পন্যটির দাম বাড়বে না। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অবশ্যই ভালো মার্কেটিং জানতে হবে। এ ছাড়া সম্ভব নয়। যদিও এর জন্য অল্প মূল্যে অনেক কলেজ কোর্স করায় শিখলেই কেল্লাফতে।


5.  ছবি তুলে ইনকাম

বর্তমান যুগে স্মার্ট ফোন ব্যাবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম। আপনার হাতেই রয়েছে একটি স্মার্টফোন,আর স্মার্টফোনে অবশ্যই রয়েছে ক্যামেরা। কোনো কোনো মোবাইলে তো একাধিক ক্যামেরাও দেখা যায়। আপনার হাতে থাকা সেই ফোনটি ব্যবহার করেই আপনি তুলে ফেলুন মাঠ, পাহাড়, ধানক্ষেত কিংবা হাটবাজারের অবিশ্বাস্য ছবি। ছবিটি আপলোড করুন নির্দিষ্ট ওয়েবসাইটে। 

কিছু জনপ্রিয় ফটোগ্রাফি সাইট হল 500PX, imagebazzar.com ইত্যাদি। ওরা যদি আপনার ছবি approved করে দেয়, তাহলে আপনার নির্ধারিত মূল্যে দেশবিদেশের মানুষ ওটাকে কিনতে পারবে। প্রদত্ত মূল্য আপনার একাউন্টে ডাইরেক্ট ঢুকে যাবে।


6. অনলাইনে পাঠদান 

আপনি যদি ছাত্র হন। আপনার উপার্জন করার প্রয়োজন, তাহলে আপনি ছাত্র পড়াতেও পারেন। অফলাইন টিচিং এর পাশাপাশি এখন অনলাইন টিচিং ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে। বিভিন্ন Unacademy ইত্যাদির মতো প্লাটফর্মে শিক্ষকতার জন্য প্রফেশনাল হতে হয় সচরাচর। কিন্তু আপনি অনলাইনে দূরের ছাত্রকে গুগল মিট, ইউটিউব ভিডিও প্রভৃতির দ্বারা পড়াতে পারেন। ব্যাচ করতে পারেন। এর দ্বারাও মাসে কয়েকহাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।


7. ফেসবুক থেকে ইনকাম

বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় এবং বিশ্বের সবথেকে বড় সোসাল প্লাটফর্ম হল ফেসবুক। ভারতের কয়েক লাখ মানুষ ফেসবুকের ফেসবুক থেকে রোজগার করে তাদের জীবিকা নির্বাহ করছেন। ফেসবুক পেজ বানিয়ে তাতে আপনার পছন্দমত ভিডিও আপলোড করে ওখান থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। বর্তমান সময়ে মানুষ ফেসবুক পেজ থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা কামাচ্ছেন। এছাড়া আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন যার মাধ্যমে আপনার অর্থ উপার্জন হবে।


8. ইনস্টাগ্রাম থেকে ইনকাম

আপনার হাতে একটি মোবাইল থাকলে আপনি খুব সহজেই একটি ইনস্টাগ্রাম একাউন্ট খুলে নিতে পারবেন।

প্রথমে আপনাকে একাউন্টটিকে প্রপুলার করে তুলতে হবে বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি পোষ্টের মাধ্যমে। আপনার একাউন্টে বেশ ভালো সংখ্যক ফলোয়ার চলে আসার পরে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ পাবলিশ করতে পারবেন আপনার একাউন্টের মাধ্যমে।

বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কোম্পানি ইন্সটাগ্রাম এর মাধ্যমে তাদের প্রোডাক্ট এর প্রচার করে থাকেন। আপনার ফলোয়ার সংখ্যা বেশি থাকলে আপনার সঙ্গে কোম্পানি যোগাযোগ করে তাদের প্রোডাক্ট এর এড দেওয়ার জন্য বলবেন। তখনই আপনি তাদের কাছ থেকে বেশি ভালো সংখ্যক টাকা পাবেন। আপনি মাসে যদি ঠিকঠাক ভাবে কাজ করে থাকেন তাহলে প্রতি মাসে আপনি কমপক্ষে $300 কামিয়ে নিতে পারবেন। যা ইন্ডিয়াটে প্রায় ২১ হাজার টাকারও বেশি।



9. গ্রাফিক্স ডিজাইন

বর্তমান ডিজিটাল সমাজে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর, তবে এই কাজটি করতে হলে এই বিষয়ের উপরে আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে। বর্তমান সময়ে যে সমস্ত মানুষেরা গ্রাফিক ডিজাইন পারেন তারা তাদের কাজ অনলাইন প্লাটফর্ম গুলিতে আপলোড করে রাখেন। সেইখান থেকে ক্রেতাদের পছন্দ হলে, বেশ ভালো পরিমাণ টাকা দিয়ে ডিজাইনটি কেনেন তারা।

এইভাবে আপনি যদি একটি গ্রাফিক্স তৈরি করতে পারেন ওই গ্রাফিক্স থেকে আপনি অনেকদিন ধরে উপার্জন করতে। আপনি কমপক্ষে প্রতিমাসে $300 বেশি উপার্জন করতে পারবেন। যা ইন্ডিয়াতে প্রায় 21 হাজার টাকার বেশি।


10. ই-বুক প্রকাশ করে

খুব সামান্য পরিমাণ অর্থ ব্যয় এর মাধ্যমে ই-বুক প্রকাশ করা যায়। আপনার মধ্যে যদি কোন বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকে তাহলে ওই বিষয়টির উপর আপনি ই-বুক প্রকাশ করতে পারে। অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সাজেশন পেপার হিসেবে আপনি একটি ই-বুক প্রকাশ করে অর্থ উপার্জন করতে পারেন। অথবা বর্তমান সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ই-বুক প্রকাশের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। অথবা বুক বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আপনি ইবুক প্রকাশ করতে পারেন।



উপসংহার

আমরা আপনাকে অনলাইনে ইনকামের বিভিন্ন পদ্ধতি বললাম। তবে এর প্রতিটিতে উপার্জনের জন্য আপনাকে ধৈর্য্য রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। আপনি বৃথা চিন্তাই শুধু করেন এটা করবো, ওটা করবো তাহলে অবশেষে কিছুই হচ্ছে না দেখবেন, demotivated হয়ে পড়বেন। তাহলে আর না বসে থেকে শুরু করে দিন আজ থেকেই।


আর কমেন্ট করে অবশ্যই জানান কোন পদ্বতিটি আপনার জন্য বেস্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ