দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনী | Draupadi Murmu full Biography in Bengali

 


সংক্ষিপ্ত আত্মজীবনী দ্রৌপদী মুর্মু (Biography of Draupadi Murmu)

এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল দ্রৌপদী মুর্মু , কে এই দ্রৌপদী মুর্মু? দ্রৌপদী মুর্মু শিক্ষাগত যোগ্যতা কী? অনেক প্রশ্নই ঘোরাফেরা করছি নেট দুনিয়ায়। অনেকেই জানেননা দ্রৌপদী মুর্মুর জীবনী (Biography of Draupadi Murmu)। অনেকেই ইন্টারনেটে খোঁজার চেষ্টা করছেন দৌপ্রদি মুর্মুর জীবন কাহিনী, কিন্তু তেমন ভালোভাবে কথাও পাননি তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।


ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য এনডিএ'র পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হল। রয়েছে চমক এই প্রার্থী ঘোষণায়। এনডিএ'র তরফ থেকে প্রার্থী হলেন দ্রৌপদী মুর্মূ। আদিবাসী সমাজের এক প্রতিনিধি। এর পূর্বে আদিবাসী সমাজ থেকে কেউই ভারতের রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত কিংবা নির্বাচনে অংশগ্রহণ করেননি। ইতিহাসে এই প্রথম ঘটনা দ্রৌপদীর।



জেনে নেওয়া যাক, কে এই দ্রৌপদী মুর্মূ (Full Biography of Draupadi Murmu)


দ্রৌপদী মুর্মূ জন্ম : ১৯৫৮ সালের ২০ জুন, ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে তাঁর জন্ম। বাবার নাম বিরঞ্চি নারায়ণ টুডু। স্বামী শ্যাম চরণ মুর্মূ। পরিবারে ছিল দুই পুত্র এবং এক কন্যা।

হঠাৎ দূর্ঘটনায় স্বামী ও দুই সন্তানকে হারান এই মহীয়সী নারী। তারপর থেকে শুরু হয় তাঁর অনন্ত সংগ্রাম। ভেঙে না পড়ে নতুন উদ্যোমে জীবন শুরু করেন ভুবনেশ্বরের রামা দেবী উইম্যান কলেজ থেকে আর্টস গ্র্যাজুয়েট দ্রৌপদী মুর্মূ।



সংক্ষিপ্ত আত্মজীবনী দ্রৌপদী মুর্মু (Short Biography of Draupadi Murmu)


নাম(Name) দ্রৌপদী মুর্মু
জন্ম(Date of Birth) ১৯৫৮ সালের ২০ জুন, ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে তাঁর জন্ম।
বয়স(Age) ৬৪ বছর
পিতার নাম(Father's Name) বিরঞ্চি নারায়ণ টুডু
স্বামীর নাম(husband Name) শ্যাম চরণ মুর্মূ
শিক্ষাগত যোগ্যতা(Education) ভুবনেশ্বরের রামা দেবী উইম্যান কলেজ থেকে আর্টস গ্র্যাজুয়েট।
পদের অধিকারী ১৯৭৯ থেকে ১৯৮৩ পর্যন্ত উড়িষ্যার সেচমন্ত্রী, ২০১৫ থেকে ২০২১ সাল অবধি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তিনি।
রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি
পুত্র/কন্যা(Sons/Daughter) দুই পুত্র এবং এক কন্যা সন্তান



 দ্রৌপদী মুর্মুর কর্মজীবন: 

 প্রথম জীবনে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ পর্যন্ত ওড়িশার সেচ ও বিদ্যুৎ দফতরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন দ্রৌপদী মুর্মু। তারপর ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সাম্মানিক সহকারী শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

১৯৯৭ সালে পুরভোটে জিতে কাউন্সিলর হন।ওড়িশার কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। এরপর বিজেপি এবং বিজেডি দলের কোয়ালিশন সরকার যখন উড়িষ্যায় চলছিল তখন তিনি নবীন পট্টনায়ক মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীত্বের দ্বায়িত্বও সামলেছেন। ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত বিজেপির আদিবাসী মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওড়িশা বিজেপির আদিবাসী মোর্চার সভানেত্রীর দায়িত্বে ছিলেন। ২০১০ সালে ময়ূরভঞ্জ পশ্চিমের জেলা বিজেপি সভাপতি করা হয় দ্রৌপদী মুর্মুকে।  ২০১৫ থেকে ২০২১ সাল অবধি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের সর্বোচ্চ পদে বসার সুযোগ আদিবাসী সমাজের প্রান্তিক গ্রামের এক মহীয়সী নারীর।
জীবন এগিয়ে চলুক সময়ের স্রোতে; দ্রৌপদী মুর্মু'রা বারংবার জীবন সংগ্রামের নতুন নতুন সংজ্ঞা নিয়ে হাজির হোক ভারতের জণগণের সামনে।


দ্রৌপদী মুর্মু জীবন কাহিনী (Biography of Draupadi Murmu)

FAQ.


1. কত সালে দৌপদী মূর্মু জন্মগ্রহণ করেন?

১৯৫৮ সালের ২০ জুন, ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে তাঁর জন্ম।


2. দ্রৌপদীর মুর্মুর বয়স কত?

দ্রৌপদী মুর্মু বয়সে 64 বছর।


3. দ্রৌপদী মুর্মু পিতার নাম কী?

বিরঞ্চি নারায়ণ টুডু


4. দ্রৌপদী মুর্মু কোন কোন পদের অধিকারী ছিলেন।

১৯৭৯-১৯৮৩ উড়িষ্যার সেচমন্ত্রী, ২০১৫ থেকে ২০২১ সাল অবধি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ