Jagdeep Dhankhar News: দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, চিনে নিন তাঁকে

 


জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পদপ্রার্থী(Jagdeep Dhankhar)


পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড় বিজেপি তথা এন.ডি.এ জোটের তরফে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হলেন। এর পূর্বে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কার্যভার গ্ৰহণ করেছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল আছেন। রাজস্থানের ঝুনঝুন জেলার এক প্রত্যন্ত গ্রামের এক কৃষক পরিবারে তাঁর জন্ম হয়। জীবনে প্রচুর পরিশ্রম ও কষ্টের মধ্যদিয়ে তিনি বর্তমান অবস্থায় উত্তীর্ণ হয়েছেন।


জগদীপ ধনখড় তাঁর স্কুল শিক্ষা সম্পন্ন করেন চিত্তরগড় সৈনিক স্কুল থেকে। এরপর পদার্থবিদ্যায় কলেজ পাশ করে, রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে বি.এ, এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি ওকালতি ব্যবসা যথেষ্ট দক্ষতার সঙ্গে করতেন। তিনি রাজস্থান হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে তাঁর অনুশীলন চর্চা করেছেন।


পরবর্তীকালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৮৮৯ সালে তিনি ঝুনঝুন থেকে ভোটে জিতে লোকসভার সাংসদ নির্বাচিত হন। ১৯৯০ সালে সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। ১৯৯৩ সালে রাজস্থানের আজমের জেলার কিষানগড় আসন থেকে নির্বাচিত হয়ে রাজস্থান বিধানসভায় প্রবেশ করেন। ২০১৯ সালে তিনি পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে নিযুক্ত হন। এ পর্যন্ত ঐ দায়িত্ব যথেষ্ট যোগ্যতার সঙ্গে পালন করছেন।

এদিন দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের নাম পেশ করেন। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জে.পি নাড্ডা সহ দলের বড় বড় নেতারাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ