Weathar Update Today : আজকের আবহাওয়ার খবর, উপকূলে আবার একটি নিম্নচাপ! উত্তরবঙ্গে শুরু ভারী বৃষ্টি

 


আজকের আবহাওয়ার খবর (Weather Report Today)


আবারো আবহাওয়ার(Weather Update) পরিবর্তন হতে চলেছে, বর্ষার শুরু থেকেই ভাসছে উত্তরবঙ্গ। সেই তুলনায় অনেকটাই কম বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে রয়েছে খামখেয়ালী আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৮ তারিখের পর থেকে আবারো ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। উড়িষ্যার উপকূলে তৈরি হওয়ায় নিম্নচাপের জেরি দক্ষিণবঙ্গে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।





আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি তিন জেলাতে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে ১৮ জুলাই অর্থাৎ সোমবারের পর থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায়। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। সেই সঙ্গে আপাতত আগামী কয়েক দিন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।


আরো পড়ুন - গুজরাটে ভয়াবহ বন্যার পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ মানুষ





আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া


আবহাওয়া দপ্তর জানাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন থেকে চার দিন, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে। বাকি সব কটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। নিম্নচাপে জেরে আজও উত্তাল থাকবে সমুদ্র যে কারণে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি থাকছে।

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া

আবহাওয়া দপ্তরে পূর্বাভাস মতোই সকাল থেকে বৃষ্টি হয়েছে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে, আবহাওয়া দপ্তর জানাচ্ছি আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আজ শহর কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ