Bangal Weather Report: আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকতে চলেছে আজ সারাদিনের আবহাওয়া
আজকের আবহাওয়ার খবর (West Bengal Weather Report)
সকাল থেকেই আকাশ পরিষ্কার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির দাপট এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের(Weather Office)। আজও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির(heavy rain) সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। বাকি সব কটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগস্ট মাসে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে(South Bengal) বেশ কিছুটা বৃষ্টির ঘাটতি মিটেছে। তবে সম্পূর্ণ বৃষ্টির ঘাটতি মেয়েটার আশা দেখতে পাচ্ছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অমৃতসর, দিল্লি, উত্তরপ্রদেশ, খড়গপুর, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা(North Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। সেই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন কোন পরিবর্তন হবে না। সেই সঙ্গে আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরো পড়ুন: সক্রিয় নিম্নচাপ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা, ৯ জেলায় অতি ভারি বৃষ্টি
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা(South Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বাকি সবকটি জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ হয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই কোনো জেলাতেই, তবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে আগামী ৩-৪ দিন তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা আশপাশ এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা থাকছি। আজ শহর কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রী এবং ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে।
0 মন্তব্যসমূহ