Weather Update Today: আজ আকাশ পরিষ্কার থাকলেও ১৮ তারিখ থেকে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এর ফলে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে -
Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে নিম্নচাপ(Low Pressure)। যদিও আজ ভারী বৃষ্টি সম্ভাবনা না থাকার কারনে বাড়বে আদ্রতা জনিত অস্বস্থি। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে(South Bengal) শুরু হবে ভারী বৃষ্টি(Very Rain)। আবহাওয়া দপ্তর(Weather Office) জানাচ্ছি বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে ১৮ থেকে কুড়ি তারিখের মধ্যে গাঙ্গেয় বঙ্গে জেলাগুলিতে শুরু হবে ভারী বৃষ্টি। যদিও এই মুহূর্তে আপাতত মৎস্যজীবীদের কোন সতর্কবার্তা দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Update)
আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৮ আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। নতুন করে নিম্নচাপে জেরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ১৮ থেকে ২০ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় বঙ্গে জেলাগুলিতে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়, এছাড়া ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ২৪ পরগনা, ঝারগ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে. হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই কারণে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
আরো পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুই বঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টি
উত্তরবঙ্গের আবহাওয়া(North Bengal Weather)
উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না আগামী চার থেকে পাঁচ দিন।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৯ আগস্ট শুক্রবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ১৯ তারিখের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে সব জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকা সম্ভবনা। তবে বিকেলের পর মেঘনা থাকবে আকাশ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতায়। ১৯ ও ২০ আগস্ট বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
0 মন্তব্যসমূহ