Maharashtra Train Accident: মহারাষ্ট্রে যাত্রীবোঝাই ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত তিনটি বগি

Maharashtra Train Accident: ভয়াবহ যাত্রী বোঝাই ট্রেন দুর্ঘটনা ঘটলো মহারাষ্ট্রের গোন্দিয়া শহরে, আহত হয়েছেন ৫৩ জন তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ১৩ জন



Maharashtra Train Accident: আবারো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মহারাষ্ট্রে ঘটলো এই ট্রেন দুর্ঘটনা(Maharashtra Train Accident)। যাত্রী বোঝাই ট্রেন ও মালগাড়ি সংঘাতে ভয়াবহ আকার নিয়েছে এই দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেনের তিনটি ক্যামেরা লাইনচ্যুত হয়েছে আহত হয়েছেন ৫৩ জন, গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন। সিগনাল বিভ্রান্তি জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।




মহারাষ্ট্রের গোন্দিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা(Train Accident)

মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে রেল সূত্রে খবর। রাত ২:৩০ AM নাগাদ মহারাষ্ট্রের গোন্দিয়া শহরের কাছে একটি যাত্রী বোঝাই ট্রেনের সঙ্গে মালগাড়ি সংঘাত হয়। যাত্রীবোঝাই ট্রেনটির নাম ‘ভগৎ কি কঠি’।স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিগন্যাল দেখা না যাওয়ার কারণে মালগাড়িটি বেলাইন হয়ে যাত্রী বোঝাই ট্রেনের ট্রাকে চলে আসে। যে কারণেই এই ট্রেন দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ প্রশাসন ও ঊর্ধাকারী দল। ইতিমধ্যেই চলছে জোরকদমে উদ্ধার কাজ।





মহারাষ্ট্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

রেল সূত্রে জানানো হয়েছে এই দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই ৫৩ জন আহত হয়েছেন তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাই প্রায় গোন্দিয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীবাহী ট্রেনটি রায়পুর থেকে নাগপুর যাচ্ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ