Weather Report Today: সক্রিয় নিম্নচাপ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা, ৯ জেলায় অতি ভারি বৃষ্টি

Bangal Weather Update: অতি সক্রিয় নিম্নচাপ, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে, অতি প্রবল বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস





আজকের আবহাওয়ার খবর (Weather Report Today Bangali)

ক্রমশই শক্তি বাড়াচ্ছি নিম্নচাপ, আজ ভারী থেকে অতি ভারী(heavy rain) বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Office Weather Report)। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। আগস্ট মাসে পরপর নিম্নচাপ তৈরির জেরে বেশ কিছুটা বৃষ্টির ঘাটতি মিটতে পারে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এমনটাই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।



বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে মৎস্যজীবীরা উপকূলের দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু উপকূলে পৌঁছানোর আগেই ঘটলো বিপত্তি। আজ সকালে কেঁদো দ্বীপের কাছে উল্টে গেলে একটি ট্রলার তাতে ১৮ জন মৎসজীবী ছিলেন। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে পাথরপ্রতিমা ও কাকদ্বীপ থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু টলার। যদিও এখনো কারোর খোঁজ মেলেন।




উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)

আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় ী আগামীকাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না যে কারণে বৃষ্টির তীব্রতা কম। পরবর্তী ২৪ ঘন্টা তে হালকা বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরো পড়ুন: গভীর নিম্নচাপ! আজ থেকেই আবহাওয়ার বদল, এই ৯ জেলায় ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস(South Bengal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যেই বজ্রবিদ্যুৎ অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় যে কারণে এই জেলাগুলিতে লাল সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারনে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে হাওড়া হুগলি কলকাতা পূর্ব-পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনার কারনে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে পশ্চিমের জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ো হওয়া বলতে পারি। বিকেলের পর আবহাওয়া উন্নতি সম্ভাবনা রয়েছে।



কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশ এলাকার আকাশ গভীরভাবে মেঘলা থাকবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫° সেলসিয়াস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ