Weather Update Today: সাগরে সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি

Weather Update Today Bangali: আলিপুর আবহাওয়া দপ্তর আজকের আবহাওয়ার খবরে জানিয়েছে বজ্রবিদ্যুৎ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুল





আজকের আবহাওয়ার খবর (West Bengal Weather Report)

সকাল থেকেই আকাশ পরিষ্কার সঙ্গে রয়েছে অস্বস্থির গরম, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলীপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন আপাতত ভারী বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। যদিও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে তার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেই বৃষ্টির জন্য এখনো ৫ থেকে ৬ দিন অপেক্ষা করতে হবে দক্ষিণ বঙ্গবাসীকে।



দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টাই অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সব জেলাতেই। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী ২৪ ঘন্টাতেও একই ধরনের আবহাওয়া থাকবে তবে বৃষ্টির তীব্রতা একটু বাড়বে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং অন্ধের উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তন অবস্থান করছে সেটি সেপ্টেম্বর মাসের ৬ এবং ৭ তারিখে নাগাদ আঘাত হানতে পারে উপকূলে যার যার বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।



কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকার আকাশ আংশিক মেখে থাকার সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।



উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়, এই জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। সেই সঙ্গে আগামী ৩-৪ দিন আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ