Weather Update: সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, টানা তিন দিন ভারী বৃষ্টি বঙ্গে

Weather Update Today: সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, উত্তরবঙ্গের টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামী মাসেই প্রথম সপ্তাহে বর্ষা বিদায়ের পালা শুরু



সক্রিয় হয়ে উঠেছে নিম্নচাপ অক্ষরেখা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের(North Bengal) একাধিক জেলায়। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যার যেটা বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। তারই আছে বর্ষা বিদায় নিয়ে বিশেষ বার্তা দিলো IMD। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী সাধারণত সেপ্টেম্বরের ১৭ তারিখ নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে ভারত থেকে। তবে এই বছর সময়ের আগেই বর্ষা বিজয়ের সম্ভাবনা থাকছে। আগামী মাসের প্রথম সপ্তাহে বর্ষা বিদায় নিতে শুরু করবে এই দেশ থেকে।



উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি(North Bengal Weather)


আজ এখুনি দেওয়া আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং জেলায়, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ শে আগস্ট রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তি ২৪ ঘনটাতেও একই ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।



দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Update)


আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাব অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলায় যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ আগস্ট রবিবার সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সবকটি জেলা তেই। তবে উপকূলবর্তী বিভাগ গুলিতে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার ও রবিবার তুলনামূলকভাবে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে আগামী কয়েক দিন আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। পরবর্তী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রার পারদ।



কলকাতার আবহাওয়ার খবর(Kolkata Weather Update)


আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ