Weather Update Today: আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সক্রিয় মৌসুমী অক্ষরেখা ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গে, বিশেষ করে হিমালয়ের পাদদেশের পাঁচটি জেলাতে
সকাল থেকেই আকাশ পরিষ্কার তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের(North Bengal) একাধিক জেলায়, বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office)। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে আদ্রতা অস্বস্তি। আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগড়ি জেলায়। বাকি দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 48 ঘন্টাতে এই বৃষ্টি তীব্রতা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়, যে কারণে এই জেলাগুলিতে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আরো পড়ুন: শনিবার থেকে ভারী বৃষ্টি বঙ্গে, এবছর পূজোতেও বৃষ্টির সর্তকতা
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই, সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল অর্থাৎ ৩১ শে আগস্ট থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জেনেছে আগামীকাল একদিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।
কোলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)
এইদিন দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে।
0 মন্তব্যসমূহ