ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জীবনী, শিক্ষক দিবসের গুরুত্বপূর্ণ তথ্য | Dr. Sarvepalli Radhakrishnan Biography in Bengali

Dr. Sarvepalli Radhakrishnan Biography in Bengali: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জীবনী থেকে আমরা অনেক কিছুই জ্ঞান লাভ করতে পারি, তার জন্মদিন কে শিক্ষক দিবস হিসেবে পালিত করা হয়




Dr. Sarvepalli Radhakrishnan Biography in Bengali:  ডঃ সর্বপল্লী রাধাকিশনের জীবনী সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতার ইতিহাস, তাই ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী জানা থাকলে জানতে পারবেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এছাড়া আরো অনেক মূল্যবান তথ্য।


প্রিয় পাঠক এই পোস্টটির মাধ্যমে আমরা আজ তুলে ধরলাম ডাঃ সর্বপল্লী রাধাকিশানের সম্পূর্ণ জীবনী, তাই এই পোস্টটি আপনি যদি সম্পূর্ণভাবে পড়েন তাহলে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী সম্পর্কে সম্পূর্ণ ধারনা পারবেন।


আরো পড়ুন:- শিক্ষক দিবসের তাৎপর্য এবং শিক্ষক দিবস কেন পালন করা হয়


ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন(Dr. Sarvepalli Radhakrishnan)ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে এক এবং অবিস্মরণীয়। তিনি একাধারে দার্শনিক, রাজনীতিবিদ এবং শিক্ষক। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। রাজনীতির উর্ধ্বে তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন দার্শনিক এবং ভারতের সু-চিন্তক।



ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী (Biography of Dr. Sarvepalli Radhakrishnan in Bengali) 


ভারতের এই মহান সন্তান জন্মগ্রহণ করেন তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে। তার পিতার নাম সর্বপল্লী বিরাস্বামী। যিনি ওখানকার স্থানীয় জমিদারের কাছে সহকারী রেভিনিউ অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর মাতার নাম সীতা।



ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন সংক্ষিপ্ত জীবনী (Short Biography of Dr. Sarvepalli Radhakrishnan in Bengali)


নাম ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ(Dr Sarvepalli Radhakrishnan)
জন্ম ৫ সেপ্টেম্বর ১৮৮৮ সালে
পিতা মাতা সর্বপল্লী বীরাস্বামী(পিতা), সিতাম্মা(মাতা)
জীবনসঙ্গিনী শিবকামি দেবী
পেশা শিক্ষক, দার্শনিক, লেখক
সন্তান পাঁচ জন মেয়ে এবং একজন ছেলে
ভারতের উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি ১৩ মে ১৯৫২ থেকে ১৩ মে ১৯৬২।
ভারতের রাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি ১৩ মে ১৯৬২ সালে।
উল্লেখযোগ্য সম্মান ভারতরত্ন (১৯৫৪ সালে), নাইট উপাধিতে ভূষিত হন (১৯৩১ সালে), সাহিত্য একাডেমী পুরস্কার (১৯৬৮)
রাজনৈতিক দল স্বাধীন
মৃত্যু ১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে তিনি পরলোক গমন করেন।


আরো পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, কিছু অজানা তথ্য



ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষাজীবন :-


তিরুট্টানির কে. ভি হাইস্কুলে তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। এরপর ভেল্লোরের বোরহিস কলেজে তিনি পড়াশোনা করেন। এরপরে ভর্তি হন মাদ্রাজ খ্রীস্টান কলেজে। ১৯০৫ সালে মাদ্রাজ খ্রীস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এখানে তাঁর বিষয় ছিল "বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা।" তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হবার জন্য পড়াশোনার জন্য বই তিনি পেতেন না। তিনি তাঁর দূর সম্পর্কের এক দাদার থেকে দর্শনের বই পান। দর্শন পড়ে তিনি এতে আকৃষ্ট হন। পরে দর্শন পড়ার পরিকল্পনা করেন। তার গবেষণাপত্র "বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা" যখন তিনি কলেজের অধ্যাপকদের দেখান, তিনি ভেবেছিলেন যে তার প্রবন্ধটি অধ্যাপক বাতিল করে দেবেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে অধ্যাপক আলফ্রেড জর্জ হকের এই প্রবন্ধ ভালো লাগে। মাত্র ২০ বছর বয়সে রাধাকৃষ্ণনের প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়।



ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের অধ্যাপনা জীবন :-


দর্শনের অগাধ পান্ডিত্যের কারনে তিনি বিশ্বের দরবারে বেশ পরিচিত ছিলেন। ১৯০৯ সালে তিনি মাইশোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। এই সময় তিনি বহু প্রবন্ধ রচনা করেন। যেমন: The Philosophy of Rabindranath Tagore, The Reign of Religion in Contemporary Philosophy ইত্যাদি।তাঁর লেখা বেশ কিছু নামকরা পত্রিকায় প্রকাশিত হয়। যেমন: The Quest, জার্নাল অব ফিলোজফি, ইন্টারন্যাশনাল জার্নাল অব এথিক্স প্রভৃতি বিশ্বখ্যাত পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়। ১৯২১ সালে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হন। এই সময় ১৯২৬ সালে তিনি ইন্টারন্যাশনাল কংগ্রেস অব ফিলোজফি ( হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) এবং ইংল্যান্ডের কংগ্রেস অব ইউনিভার্সিটি অব ব্রিটিশ অ্যাম্পেয়ারের সভায় কোলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৩১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ১৯৩১ সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড সম্মানে সম্মানিত করেন। মহন মোহন মালব্য তাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। তিনি ১৯৪৮ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব সামলেছেন। 



ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের রাজনৈতিক জীবন :-


 কর্ম জীবনের প্রথম অধ্যায় থেকেই তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করেননি। রাজনীতিতে প্রবেশ তার পরবর্তী জীবনের কাহিনী। সুন্দর, সাফল্যমণ্ডিত অধ্যাপনা জীবনের শেষে তিনি ভারতের রাজনীতিতে প্রবেশ করেন। তিনি কংগ্রেসের প্রথমসারির নেতা ছিলেন না। প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েননি কখনও। তিনি ভারতের ১৯৫২ সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। পরে ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার সামলেছেন। তিনি ১৯৫৪ সালে ভারতরত্ন উপাধি লাভ করেন। তিনি ৬ বার সাহিত্যে নোবেল পাওয়ার জন্য এবং ১১ বার শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই মহান মানুষটির আর নোবেল পুরস্কার পাওয়া হয়ে উঠেনি।


রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর ছাত্ররা এবং অন্যান্য গুণীজন তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি তাদের ঐ দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করার পরামর্শ দেন। সেদিন থেকে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয়। 



ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মৃত্যু :- 


১৭ এপ্রিল, ১৯৭৫ সালে ভারত মায়ের এই মহান সন্তান পৃথিবীর মোহ ত্যাগ করে নক্ষত্রলোকে অন্তর্ধান হয়ে যান।


আরো পড়ুন: রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি, পিতা মাতার রক্তের গ্রুপ এক হলে সন্তানের কী সমস্যা


ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী (Biography of Dr. Sarvepalli Radhakrishnan in Bengali)  

  • FAQ


1. কত সালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ জন্মগ্রহণ করেছিলেন

 ৫ সেপ্টেম্বর ১৮৮৮ সালে


2. ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের পিতা মাতার নাম কি?

সর্বপল্লী বীরাস্বামী(পিতা), সিতাম্মা(মাতা)


3. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


4. ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


5. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হন।

ভারতরত্ন (১৯৫৪ সালে)


6. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর স্ত্রীর নাম কি?

শিবকামি দেবী


7. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্ম কোথায়।

ভারতের এই মহান সন্তান জন্মগ্রহণ করেন তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে। তার পিতার নাম সর্বপল্লী বিরাস্বামী। যিনি ওখানকার স্থানীয় জমিদারের কাছে সহকারী রেভিনিউ অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর মাতার নাম সীতা।


8. ৫ই সেপ্টেম্বর কার জন্ম দিবস?

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন


9. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে মৃত্যুবরণ করেন।

১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে তিনি পরলোক গমন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ