Ssc News: নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আগামী সাত দিনের মধ্যেই বেআইনি নিয়োগের লিস্ট দিতে হবে
Ssc Scem Kolkata High Court: দুর্নীতি প্রসঙ্গে আবারও বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijeet Gangopadhyay)। এদিন তিনি সিবিআইয়ের কাছে জানতে চান, এসএসসির নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় এখনো সিবিআই কতগুলো বেআইনি নিয়োগ খুঁজে পেয়েছে। প্রাথমিকভাবে হাইকোর্টের কাছে রিপোর্ট ছিল, বেআইনীভাবে ১৭ জনের নিয়োগ হয়েছিল, কিন্তু সিবিআইয়ের তদন্তে সেই সংখ্যাটি বৃদ্ধি পেয়ে কত তে পৌঁছেছে, তা জানতে চায় কলকাতা হাইকোর্ট।
এদিন সিবিআই এবং কমিশনের তরফ থেকে হাইকোর্টের বিচারপতিকে জানানো হয়েছে যে, এই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে সময় লাগবে। কারণ পর্দার আড়ালে অনেককেই বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা সম্পূর্ন তদন্ত শেষ করার পূর্বে বলা সম্ভব নয়।
বিচারপতি এদিন জানান, হাতে থাকা ১৭ জনের তালিকা থেকেই তদন্ত শুরু করতে পারে সিবিআই। সেই সঙ্গে বিচারপতি প্রশ্নও তোলেন তাদের জিজ্ঞাসাবাদ করলেই কি তারা সব সত্যি কথা বলে দেবে? সে জন্য সিবিআইকে সঠিক ভাবে তদন্ত করতে হবে। এরপরেই নরম মনোভাব করে তিনি বলেন, এসএসসি দুর্নীতি মামলায় ভুক্তভোগী মেধাবী চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে চাইছে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি, কমিশন এবং সিবিআইকে জানাই যে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রিপোর্ট পেশ করতে হবে। সেইদিনই বেআইনীভাবে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকদের তিনি চাকরি থেকে বরখাস্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সেই স্থানে বঞ্চিত ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। মধ্যশিক্ষা পর্ষদ নবম ও দশম শ্রেণীর নিয়োগে কাদের নিয়োগপত্র দিয়েছেন,সেই তালিকা হাইকোর্টে জমা করবেন। তারপরেই বেআইনি নিয়োগের সংখ্যা জানা গেলে সেই সংখ্যা ধরেই নিয়োগ বাতিল করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ