Weather Update Today: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ১২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Weather Update Today: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Report) পূর্বভাসে আবহাওয়ার(Weather) বড় পরিবর্তন দেখা গিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে


আজকের আবহাওয়ার খবর (Weather Report Today Bangali)


সকাল থেকেই আকাশের মুখ ভার, দুপুরের পর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায়। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে নিম্নচাপ (low pressure)।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় এই বৃষ্টির তীব্রতা আরো বাড়বে, বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করে বলা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। কারণ উত্তাল থাকবে সমুদ্র, সমুদ্রগর্ভে বায়ুর বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫ থেকে ৫০ কিমি।


কলকাতার আবহাওয়া(Kolkata Weather Report)

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ইতিমধ্যেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে শহর কলকাতায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সোমবারও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির ফলে কিছুটা কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি।

আরো পড়ুন: আবারো ঘূর্ণবাত্ত সাগরে, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার ভারী বৃষ্টি না হলেও সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি গুলা গুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২-৩ দিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির সতর্কতা(South Bengal Weather Report)

  • আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি সব কটি জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা। 
  • পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, ঝারগ্রাম, বর্ধমানে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
  • সোমবার দিন বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে আগামী কয়েকদিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ