West Bengal Weather Report: কালী পুজোতে ঘূর্ণিঝড় আসছে, প্রবল ঝড় বৃষ্টি সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর
কালী পুজোর আগে ঘূর্ণিঝড়(cyclone)
বর্ষা বিদায় বেলায় বিপত্তি বঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই দুর্গা পুজোতে বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে, মাটি হয়েছে পুজোর আনন্দ। এবার কালী পুজোতে দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বিদেশি আবহাওয়া সংস্থা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকে জানানো হয়েছে ১৭ ই অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সেই নিম্নচাপ ঘনীভূত হয়ে সুপার সাইক্লোনের(super cyclone) রূপ নিতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে মূলত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে। যদি সেটি সুপার সাইক্লোনের রূপ নেয় তাহলে এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ২২০ থেকে ২৫০ কিলোমিটারে আশপাশে যা আমফানে স্মৃতি উসকে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
আরো পড়ুন:- সক্রিয় নিম্নচাপ, দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির তীব্রতা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পরবর্তী ৪৮ ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলায়। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়, তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা। সেই সঙ্গে পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলাহয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ শহর কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসে।
0 মন্তব্যসমূহ