Cyclonic Circulation: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, কবে উপকূলে আসছে জানালো IMD

Cyclonic Circulation Update: বঙ্গোপসাগরে তৈরি হবে কী ঘূর্ণিঝড় সিত্রাং? কেমন থাকতে চলেছে কালীপুজোর আবহাওয়া!



Cyclonic Circulation Update | আজকের আবহাওয়ার খবর

ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে বাংলা থেকে, উত্তরবঙ্গের সর্বত্রই বর্ষা বিদায় নিয়েছে, তবে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে, বাকি জেলাগুলিতে বর্ষা বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কালী পুজোতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।


আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী ২১ তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ২২ তারিখ সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেটি সুপার সাইক্লোনের রূপ নিবে কিনা তা এখনো বলতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ২৩ তারিখের পর থেকে পরবর্তী তিন থেকে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরো পড়ুন: আগামীকাল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব জানালো IMD

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Update)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই সবকটি জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। তবে দার্জিলিং এর কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২১ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে তারপর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ