Cyclonic Circulation Update: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নবান্ন থেকে সতর্কবার্তা জারি হলো!

Cyclonic Circulation Update: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, কোন উপকূলে আঘাত হানতে চলেছে এটি, ইতিমধ্যেই নবান্ন থেকে সতর্কবার্তা জারি।




Cyclonic Circulation Update | আজকের আবহাওয়ার খবর

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ও IMD তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যার নাম হবে সিত্রাং। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে এখনো কিছু জানানো হয়নি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে কোন উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং।



ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে নবান্নের সতর্কতা
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে তৎপর রাজ্য সরকার। নবান্নে তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালীপুজোর প্যান্ডেল যেন সঠিকভাবে তৈরি করা হয়। কারণ কালীপুজোর সময়ই আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড়। কেননা দুর্গা পুজোর দুর্যোগে বেশ কয়েকটি প্যান্ডেল ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে নবান্নের তরফ থেকে নজরদারির চালানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে এই নজরদারি বেশি চলবে বলে জানানো হয়েছে কারণ এই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত এই তিন জুলাই বেশি পড়বে বলে মনে করছেন অধিকারীরা। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ওপরেও নজরদারি চালাবে নবান্ন।

আরো পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, কবে উপকূলে আসছে জানালো IMD

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই ঘনীভূত হতে শুরু করেছে ঘূর্ণাবর্ত, আগামীকাল মধ্য বঙ্গোপসাগরে ঘনিভূত হবে সেই ঘূর্ণাবর্ত। ২২ শে অক্টোবর নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। পরবর্তীতে ২৩ এবং ২৪ তারিখ নাগাদ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বরাবর পশ্চিমবঙ্গের অভিমুখে অগ্রসর হতে পারে। যদিও কোথায় ল্যান্ডফল হতে চলেছে এই ঘূর্ণাবর্ত তা এখনো কিছু বলতে পারেননি আলিপুর আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে চলেছে তা নিয়েও কোন ধারণা দিতে পারেননি তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ