Primary Recruitment: আন্দোলন নিয়ে মুখ খুললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়! ঠিক কি বললেন তিনি?

Primary Recruitment: ২০১৪ ও ২০১৭ টেট পাস আন্দোলনকারীদের উপরে রাতে পুলিশি জুলুম নিয়ে বিস্ফোরক শীর্ষেন্দু মুখোপাধ্যায়!


Primary Recruitment: ২০১৪ এবং ২০১৭ এর টেট পাশ আন্দোলনকারীদের উপর মধ্য রাতে পুলিশি জুলুমের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এক বিশিষ্ট সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন জোর জুলুম করে এই সমস্যার সমাধান করা যাবে না। সমস্ত পক্ষকেই আলোচনা টেবিলে এসে সমস্যার সমাধান করতে হবে।


১৪৪ ধারা জারির নামে মধ্যরাতে পুলিশ কার্যত চ্যাংদোলা করে সমস্ত ২০১৪ এর টেট পাশ আন্দোলনকারীদের সল্টলেক করুণাময়ী থেকে তুলে দেয়। এই ঘটনা নিয়ে প্রতিবাদী সুর রাজ্যের চারিদিকে। শহর থেকে গ্ৰাম চারিদিকে প্রতিবাদী মিছিল করছে জনগণ। এদিন রাজ্যের নাগরিক সমাজ এক শান্তিপূর্ণ মিছিল করে এই মিছিলে মন্দাক্রান্তা সেন সহ বহু শিল্পি, অভিনেতা, লেখক সবাই পা মিলিয়েছেন। প্রতিবাদী বিবৃতি জারি করেছে বিশিষ্ট জনেরাও। এদিন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও একই সুরে কথা বললেন।

আরো পড়ুন: স্থলভাগ থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে, কখন তাণ্ডব চালাবে এটি!

 এদিন তিনি বলেন, কোথায় জটিলতা, কী ব্যাপার, সেটা ওদের সঙ্গে একটা মন্ত্রী স্তরের কারও কথা বলা দরকার। কারন, এই ছেলেমেয়েগুলো তো আমাদের ঘরেরই ছেলে মেয়ে। এরা কোনোও উগ্ৰ আন্দোলন তো করতে চাইছে না। কোনোও রাজনৈতিক কথাও বলছে না। এরা আবেদন নিবেদন করছে। মুখোমুখি বসে একটা আলোচনা করা দরকার। এটা না হলে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। সেটা মোটেও কাম্য নয়।

এতকিছু সত্ত্বেও আসল কার্য কি সম্পন্ন হবে? টেট পাশ অথচ বঞ্চিত আন্দোলনকারীরা কি চাকরি পাবে? সেটাই এখন দেখার!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ