সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নতুন করে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। আজ দিনভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Update)। আপাতত আগামী কয়েক দিন এমনই রোদ বৃষ্টির খেলা চলবে। ইতিমধ্যেই মায়ের বিদায় হয়েছে যদিও পুজোর প্রতিটি দিনই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে গাঙ্গেয় বঙ্গে জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report Today)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও এমনি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালন নদীতে হড়পা বানের বিপর্যয়ে ক্রমশেই বাড়ছে মৃত্যুর সংখ্যা বর্তমান পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু হয়েছে আট জনের এবং নিখোঁজ প্রায় এখনো ৩০ জন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report Today)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি সবকয়টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী কয়েক দিন এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকালকের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে আগামী কয়েকদিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়ার খবর(Kolkata Weather report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টাই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
0 মন্তব্যসমূহ