Chandra Grahan 2022 Time And Date in India: আগামীকাল হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ! কখন কোথায় দেখা যাবে

Chandra Grahan 2022 Time And Date in India: ভারতে বছরের শেষ চন্দ্রগ্রহণ(Lunar eclipse 2022) দেখা যাবে আগামীকাল বিকেল ৫:২০ মিনিট থেকে।



সূর্যগ্রহণের পরে এবার চন্দ্রগ্রহণ(Lunar eclipse 2022) এবছরের শেষ চন্দ্রগ্রহণ(Lunar eclipse) হতে চলেছে আগামীকাল ৮ ই নভেম্বর মঙ্গলবার। সূর্য, পৃথিবী, চন্দ্র ঘুরতে ঘুরতে যখন একই সরলরেখায় চলে আসে তখন ঘটে চন্দ্রগ্রহণ। সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবী অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে তখনই শুরু হয় গ্রহণ, বিভিন্ন অবস্থানে থাকার কারণে এই চন্দ্রগ্রহণ কখনো পূর্ণগ্রাস এবং কখনো খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ হয়। ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।


কোন কোন দেশ থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ

এই গ্রহণ ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল থেকে দৃশ্যমান হবে। এছাড়া উত্তর-পূর্ব ইউরোপ, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর থেকে দৃশ্যমান হবে।


ভারতের কোন কোন শহর থেকে দৃশ্যমান হবে

সূর্যাস্তের পরে ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। মূলত কলকাতা(Kolkata), পাটনা(Patna), শিলিগুড়ি(Siliguri), রাঁচি(Ranchi), গুহাটিতে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।


চন্দ্রগ্রহনের সময় ও তারিখ

  • চন্দ্রগ্রহনের সময়:- ভারতীয় সময় ১:৩২Pm মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ এবং শেষ হবে ৬:২০Pm মিনিটে।
  • ভারতে দৃশ্যমান হবে:- ৫:২০ মিনিট থেকে ৬:২০ মিনিটের মধ্যে।
  • গ্রহণের সুতোকে সময়: সাধারণত গ্রহণ শুরু হয় ৯ ঘন্টা আগে থেকেই শুরু হয় সুতো কাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ