Weather Update: আজকের আবহাওয়া কেমন থাকছে! ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা

West Bengal Weather Report: আবারো ঘূর্ণাবর্ত সাগরে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! অন্যদিকে ডিসেম্বরের শুরু থেকেই পারদ পতন রাজ্যে



বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, পরবর্তীতে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত ডিসেম্বর মাসের ৫-৬ তারিখ নাগাদ সেটি বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং ৮ তারিখ নাগাদ ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক দিনের আপাতত এমনই আবহাওয়া থাকবে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। রাতে বেলা ঠান্ডা থাকলেও, দুপুরের দিকে তেমন একটা ঠান্ডা অনুভূত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।


উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

  • আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুই দিন অর্থাৎ ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা এবং কোন নিম্নচাপ না থাকার কারণে বৃষ্টির ও কোনো সম্ভাবনা নেই।
  • অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ও আবহাওয়া উত্তরবঙ্গের মতোই থাকবে। ১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রী সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করবে। সেই সঙ্গে আপাতত বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ না থাকার কারণে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।


আরো পড়ুন:- কেমন থাকবে আজকের আবহাওয়া। জোড়া ঘূর্ণাবর্ত সাগরে


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০ শে নভেম্বর বুধবার সকালের মধ্যে আপাতত কলকাতার তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসে আশপাশে থাকবে।


আরো পড়ুন:- আবারো ডিসেম্বরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে! ঘূর্ণিঝড়ে আশঙ্কা


বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত

এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকে। যদিও এটি স্থলভাগে অগ্রসর হওয়ার আগেই শক্তি হারিয়ে ফেলবে ফলে তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলবর্তী জেলাগুলিতে। তবে আগামী ৮ই ডিসেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ