দৈনিক রাশিফল ২০ ডিসেম্বর মঙ্গলবার (Daily Horoscope) : আজ বিজ্ঞানের যুগে অনেকেই রাশিফলের উপরে বিশ্বাস করেন আবার অনেকেই করেন না, কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং রাশিফল এর মাধ্যমে বিভিন্ন সময়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব। আমরা মূলত দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সম্পর্কে বিশ্লেষণ করে থাকি।
আজকের রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। Khabor Din Rat এর আজকের প্রতিবেদনে থাকছে দৈনিক রাশিফল ২০ ডিসেম্বর, ১২ টি রাশি(মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন) জাতক/জাতকাদের কেমন থাকতে চলেছে আর্থিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, সরকারি চাকরি পরিস্থিতি, শুভ সংখ্যা, লটারি কটার শুভ সময়, শুভ দিক ইত্যাদি।
২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার আজকের রাশিফল | Today 20 December Horoscope in Bangali
চলুন এবার একে একে জেনে নেয়া যাক ১২ রশি যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন আজকের রাশিফল, অর্থাৎ ২০ ই ডিসেম্বর মঙ্গলবার রাশিফল।
মেষ রাশি আজকের রাশিফল ২০ ডিসেম্বর ( Aries Today Horoscope)
এই দিনটি মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে তেমন একটা ভালো যেতে চলেছে। অতিরিক্ত কাজের খোঁজ আসতে চলেছে এই দিনে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা থেকে অতিরিক্ত মুনাফা আসার সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে। স্ত্রীর সঙ্গে সামান্য বিবাদ লাগতে পারে। বাড়িতে পিতা-মাতার সঙ্গে মনোমালিন্য হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত খরচের সম্ভাবনা থাকছে।
শুভ সংখ্যা:- ৩৫
শুভ দিক:- উত্তর-পশ্চিম
শুভ রং:- লাল
শুভ রত্ন:- লাল প্রবাল
বৃষ রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Taurus Today Horoscope)
বৃষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকবে। ব্যবসায়ীদের কাছে দিনটি ভালো যেতে চলেছে। স্ত্রীর সঙ্গে বিবাদ লাগতে পারে। চিকিৎসা ক্ষেত্রে সামান্য খরচের সম্ভাবনা থাকছে। অতিরিক্ত কাজের সন্ধান আসতে পারে। তবে বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ বাড়বে যার ফলে মানসিক চিন্তা বাড়বে।
শুভ সংখ্যা:- ৫৫
শুভ দিক:- পূর্ব
শুভ রং:- সাদা
শুভ রত্ন:- সাদা প্রবাল
মিথুন রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Gemini Today Horoscope)
মিথুন রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল নায়ক হতে চলেছে। ব্যবসায়িক দিক থেকে দিনটি মোটামুটি ভালো যেতে চলেছে। তবে নতুন করে কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। স্বাস্থ্য ঠিক না থাকার কারণে শারীরিক যন্ত্রণা বাড়বে যার ফলে চিকিৎসায় খরচ বাড়বে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে মতসাই জড়িয়ে যেতে পারেন সেদিকে সতর্ক থাকবেন।
শুভ সংখ্যা:- ৬৭
শুভ দিক:- পশ্চিম
শুভ রং:- সবুজ
শুভ রত্ন:- পান্না
কর্কট রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Cancer Today Horoscope)
কর্কট রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি খারাপ যেতে চলেছেন সতর্ক থাকতে হবে আপনাকে। চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত খরচ বৃদ্ধি পাবে। অফিসের বা সরকারি সংস্কার তরফ থেকে সম্মান পেতে পারেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। প্রেমের বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আবারো একবার ভেবে দেখবেন।
শুভ সংখ্যা:- ৬২
শুভ দিক:- পশ্চিম
শুভ রং:- সাদা
শুভ রত্ন:- মুনস্টোস
কন্যা রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Virgo Today Horoscope)
কন্যা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। গতকালের তুলনায় আজকের দিনটি তেমন একটা ভালো নয়। তবে কোনো শুভ সংবাদ আসতে চলেছে। অতিরিক্ত খরচের সম্ভাবনা থাকছে। হঠাৎ করেই কাউকে বিশ্বাস করবেন না সতর্ক থাকুন।
শুভ সংখ্যা:- ৯৬
শুভ দিক:- পূর্ব
শুভ রং:- সবুজ
শুভ রত্ন:- পান্না
সিংহ রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Leo Today Horoscope)
সিংহ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ছোট ছোট ব্যবসায়ী অথবা কুটির শিল্পীদের লাভের পরিমাণ বেশি থাকবে। অযথা রাগ করবেন না তাহলে রক্ত চাপ বৃদ্ধির পরিস্থিতি তৈরি হতে পারে। শারীরিক দিক থেকে বেশ কিছু রোগ আক্রমণ করতে পারে।
শুভ সংখ্যা:- ৩৭
শুভ দিক:- দক্ষিণ
শুভ রং:- কমলা
শুভ রত্ন:- চুনি
তুলা রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Libra Today Horoscope)
এই দিনটি তুলা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি থাকতে চলেছে । বিভিন্ন ছোট ছোট শিল্পের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎই ফটকা টাকা বাল লটারির মত কোন কিছু জেতার সম্ভাবনা থাকছে। অতিরিক্ত খরচের কারণে স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন না হলে সমস্যায় পড়বেন।
শুভ সংখ্যা:- ৬৪
শুভ দিক:- দক্ষিণ
শুভ রং:- সাদা
শুভ রত্ন:- হীরে
বৃশ্চিক রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Scorpio Today Horoscope)
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। গতকালকের মত আজকের দিনটিও মিশ্র ফলাফল থাকতে চলেছে। পড়াশোনায় বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে। নতুন বিজনেস শুরু করতে পারেন। স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিবেন
শুভ সংখ্যা:- ৫৪
শুভ দিক:- দক্ষিণ
শুভ রং:- লাল
শুভ রত্ন:- লাল প্রবাল
ধনু রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Sagittarius Today Horoscope)
ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। সরকারি চাকরি সুবিধা থাকছে এই দিন। কর্মসূত্রে আপনাকে কোথাও বাইরে যেতে হতে পারে। বাড়িতে সমস্যার সম্মুখীন হতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় এর সম্ভাবনা রয়েছে।
শুভ সংখ্যা:- ৭৪
শুভ দিক:- উত্তর-পূর্ব
শুভ রং:- হলুদ
শুভ রত্ন:- পোখরাজ
মকর রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর ( Capricorn Today Horovscope)
মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই দিনটি আর্থিকভাবে অত্যন্ত ভালো হতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও দিনটি ভালো যেতে চলেছে। আপনার আয় এবং সঞ্চয় দুটোই বৃদ্ধি পাবে। তবে শারীরিক অসুস্থতার কারণে কিছু সংখ্যক অর্থ ব্যয় হওয়া সম্ভবনা থাকছে।
শুভ সংখ্যা:- ১২
শুভ দিক:- দক্ষিণ
শুভ রং:- নীল
শুভ রত্ন:- নীলা
কুম্ভ রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Aquarius Today Horoscope)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন নতুন কাজের সন্ধান পাবেন। হঠাৎই বাইরের কোন লোকের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকছে।
শুভ সংখ্যা:- ৪৮
শুভ দিক:-অগ্নিকোন
শুভ রং:- নীল
শুভ রত্ন:- নীলা
মীন রাশির আজকের রাশিফল ২০ ডিসেম্বর (Pisces Today Horoscope)
শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দিনটি আপনার জন্য ভালো যেতে চলেছে। গতকালকের তুলনায় দিনটি ভালো যেতে চলছে। ব্যবসা ক্ষেত্রের অতিরিক্ত ব্যয় বাড়বে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে নতুন নতুন কাজের সংবাদ আসতে পারে।
শুভ সংখ্যা:-৭৭
শুভ দিক:- উত্তর-পূর্ব
শুভ রং:- হলুদ
শুভ রত্ন:- পোখরাজ
0 মন্তব্যসমূহ