Today Horoscope in Bangali 14 December: আজকের রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বহু রশি, আপনার অবস্থা কেমন দেখুন

 


দৈনিক রাশিফল | Daily Horoscope


দৈনিক রাশিফল ১৪ ডিসেম্বর শনিবার (Daily Horoscope) : আজ বিজ্ঞানের যুগে অনেকেই রাশিফলের উপরে বিশ্বাস করেন না কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং রাশিফল এর মাধ্যমে বিভিন্ন সময়ে ভবিষ্যৎবাণী করা সম্ভব। আমরা মূলত দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সম্পর্কে বিশ্লেষণ করে থাকি।

আজকের রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। Khabor Din Rat এর আজকের প্রতিবেদনে থাকছে দৈনিক রাশিফল ১৪ ডিসেম্বর, ১২ টি রাশি(মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন) জাতক/জাতকাদের কেমন থাকতে চলেছে আর্থিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, সরকারি চাকরি পরিস্থিতি, শুভ সংখ্যা, লটারি কটার শুভ সময়, শুভ দিক ইত্যাদি।


১৪ ডিসেম্বর ২০২২ বুধবার আজকের রাশিফল | Today 10 December Horoscope in Bangali

চলুন এবার একে একে জেনে নেয়া যাক ১২ রশি যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন আজকের রাশিফল, অর্থাৎ ১৪ ই ডিসেম্বর বুধবারের রাশিফল।


মেষ রাশি আজকের রাশিফল ১০ ডিসেম্বর ( Aries Today Horoscope)

এই দিনটি মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। এই দিন আপনার খরচ অনেকটাই বেড়ে যাবে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে খরচের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। আপনার কাজের জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে না হলে সম্মানহানি হতে পারে। বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অতিরিক্ত কথা না বলাই শ্রেয়।

শুভ সংখ্যা:- ৪৪

শুভ দিক:- দক্ষিণ

শুভ রং:- লাল

শুভ রত্ন:- লাল প্রবাল


বৃষ রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Taurus Today Horoscope)

বৃষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মোটামুটি ভালো যেতে চলেছে। যতটা সম্ভব পরিবারের কথা মেনে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন না হলে পেটে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দিক থেকে সম্মান পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের দিক থেকে কোন শুভ সংবাদ পেতে চলেছেন।

শুভ সংখ্যা:- ৬০

শুভ দিক:- অগ্নিকোন

শুভ রং:- সাদা

শুভ রত্ন:- সাদা প্রবাল


মিথুন রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Gemini Today Horoscope)

মিথুন রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মোটামুটি ভালো যেতে চলেছে। এই দিন ভ্রমণের যুগ থাকছে। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে, না হলে শারীরিক অসুস্থতায় পড়তে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, যার জন্য আগে থেকে সতর্ক থাকুন। পারিবারিক দিক থেকে কোন শুভ সংবাদ পেতে চলেছেন। সরকারি চাকরি ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে।

শুভ সংখ্যা:- ৮৩

শুভ দিক:- উওর-পূর্ব

শুভ রং:- সবুজ

শুভ রত্ন:- পান্না


কর্কট রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Cancer Today Horoscope)

কর্কট রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি তেমন একটি ভালো যাবে না। স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত খারাপ হতে চলেছে এই দিনটি, তাই শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি বড় কোন সম্মান পেতে পারেন এই দিন। বিভিন্ন স্থান থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে। আপনার সন্তানের কাছে আপনি গর্বিত হবেন।

শুভ সংখ্যা:- ৬৯

শুভ দিক:- উওর-পশ্চিম

শুভ রং:- সাদা

শুভ রত্ন:- মুনস্টোন


কন্যা রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Virgo Today Horoscope)

কন্যা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো। এই দিন বেশ কিছু সাফল্য পেতে চলেছেন আপনি। স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আপনি। ভ্রমণের সম্ভাবনা থাকছে এই দিন।

শুভ সংখ্যা:- ৭৮

শুভ দিক:- পশ্চিম

শুভ রং:- সবুজ 

শুভ রত্ন:- পান্না


সিংহ রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Leo Today Horoscope)

সিংহ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফল থাকতে চলেছে। বিভিন্ন দিক থেকে অর্থ লাভ হতে পারে এই দিন আপনার। উচ্চশিক্ষায় বিশেষ গুরুত্ব থাকছে এই দিনটি। আয় থেকে ব্যয়ের পরিমাণ বেশি থাকতে পারে এই দিন

শুভ সংখ্যা:- ৬২

শুভ দিক:- পূর্ব

শুভ রং:- কমলা

শুভ রত্ন:- চুনি


তুলা রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Libra Today Horoscope)

এই দিনটি তুলা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি থাকতে চলেছে। চাকরিতে পদোন্নতি সম্ভাবনা থাকছে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন সেই কারণে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে বেশি কথা না বলাই শ্রেয়। ভ্রমণে জোয়ার সুযোগ থাকছে। 

শুভ সংখ্যা:- ৮৭

শুভ দিক:- পশ্চিম

শুভ রং:- সাদা

শুভ রত্ন:- হীরে


বৃশ্চিক রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Scorpio Today Horoscope)

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি তেমন একটা ভাল নয়। আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই সাবধান থাকুন। এই দিন ব্যবসা অথবা ইনভেস্টমেন্ট না করেই শ্রেয়।

শুভ সংখ্যা:- ৯৪

শুভ দিক:- দক্ষিণ 

শুভ রং:- লাল

শুভ রত্ন:- লাল প্রবাল


ধনু রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Sagittarius Today Horoscope)

ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মোটামুটি ভালো থাকছে। ব্যবসা থেকে ভালো উপার্জনের সম্ভাবনা থাকছে অর্থ লাভ হতে পারে আজ। স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধার প্রবর সম্পন্ন থাকছে তাই সতর্ক থাকুন। সন্তানের দিক থেকে কোন শুভ সংবাদ পেতে চলেছেন।

শুভ সংখ্যা:- ৩৫

শুভ দিক:- পূর্ব

শুভ রং:- হলুদ

শুভ রত্ন:- পোখরাজ


মকর রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর ( Capricorn Today Horoscope)

মকরা কি জাতক জাতিকার ক্ষেত্রে এই দিনটি আর্থিকভাবে অত্যন্ত ভালো হতে চলেছে।স্বামী স্ত্রী বা প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক দিক থেকে মোটা মুনাফা কামাতে চলেছেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন না হলে সমস্যায় পড়বেন।

শুভ সংখ্যা:- ৮২

শুভ দিক:- দক্ষিণ

শুভ রং:- নীল

শুভ রত্ন:-ইন্দ্রনীল


কুম্ভ রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Aquarius Today Horoscope)

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই দিনে চাকরির যোগ রয়েছে। এই দিন ব্যবসায়ীদের সতর্কথাকতে হবে না হলে লস থাকা সতর্কতা। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মতপার্থক্য হতে পারে।

শুভ সংখ্যা:- ৬৪

শুভ দিক:-দক্ষিণ

শুভ রং:- নীল

শুভ রত্ন:- নীলা


মীন রাশির আজকের রাশিফল ১৪ ডিসেম্বর (Pisces Today Horoscope)

শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দিনটি খুব ভালো হতে চলেছে। ব্যবসায়িকরা এদিন প্রচুর পরিমাণে মুনাফালাপ করবেন কিন্তু খরচ বাড়বে। ব্যবসায় নতুন পথ খোলার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে। এই দিন আপনার ভ্রমণের যুগ থাকছে। সংসারে অশান্তি ঘটতে পারে প্রিয়জনদের সঙ্গে ঝগড়া সম্পন্ন থাকছে।

শুভ সংখ্যা:-৭২

শুভ দিক:- পূর্ব

শুভ রং:- হলুদ

শুভ রত্ন:- পোখরাজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ