Weather Update Today: আবারও ঘূর্ণাবর্ত সাগরে ঝড় বৃষ্টির সতর্কতা! তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে

Weather Update Today: আপাতত বঙ্গোপসাগরে কোন ঘূর্ণাবর্ত না থাকার কারণে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে

আজকের আবহাওয়ার খবর | Weather Report Today Bangali


ডিসেম্বরে প্রায় মাঝামাঝি তবুও শীতের দেখা নেই, কবে আসছে জাঁকিয়ে শীত বঙ্গে! সেদিকেই তাকিয়ে আছেন বঙ্গবাসী। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Report) তরফ থেকে বলা হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা নামতে পারে ১০° সেলসিয়াসের আশপাশে। এর ফলে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে পুরো রাজ্য জুড়ে।

অন্যদিকে আপাতত বঙ্গোপসাগরে কোন সিস্টেম না থাকার কারনে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবারো একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে জার জেরি দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে পুনরায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আগামী ১৮ই ডিসেম্বর রবিবার সকালের মধ্যে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পূর্ণভাবে শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে জাঁকিয়ে শীতের অনুভূতি পেতে চলেছে বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে।

আরো পড়ুন: আগামী তিন দিন বৃষ্টির সতর্কতা বাংলায়, আবার কি নতুন ঘূর্ণিঝড়?


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় ী উত্তরবঙ্গের দুটি জেলা দার্জিলিং এবং ক্যালিংপং এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ১৮ ডিসেম্বর রবিবার সকালের মধ্যে। বাকি সব কটি ছেলের আবহাওয়া শুষ্ক থাকা সম্ভাবনা আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ইতিমধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘোরাফেরা করছে, ফলে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে।


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৮ই ডিসেম্বর রবিবার সকালের মধ্যে আপাতত কলকাতার কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আকাশ সম্পূর্ণভাবে শুষ্ক থাকার সম্ভাবনা। আপাতত আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া সম্ভাবনা থাকছে। এর ফলে জোরালো শীতের অনুভূতি পেতে চলেছে কলকাতা বাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ