Weather Update: ঘূর্ণাবর্তের ফলে ২৫ শে ডিসেম্বর বঙ্গে বৃষ্টি! তাপমাত্রা নামবে ১০° সেলসিয়াস

Weather Update Today: বাংলার আবহার বড় পরিবর্তন হতে চলেছে, আগামী দুই দিনের তাপমাত্রায় বড় পতন। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তির জেরে ফের তাপমাত্রা বৃদ্ধি।

আজকের আবহাওয়া | Weather Report Today


গতকাল ছিল এই মৌসুমের সবথেকে শীতলতম দিন, তবে আজ কিছুটা তাপমাত্রা বেড়েছে শহর কলকাতায় যদিও বেশ ভালই শীত পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা আরও অনেকটা নেমে যাওয়া সম্ভাবনা থাকছে। তবে ২৫-২৬ তারিখ নাগাদ একটি ঘুনাবর্ত তৈরি হতে পারে যার জেরে ২২ তারিখ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আজ শহর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস যা গতকাল ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তে জেরে ২২ তারিখের পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণ ভারতের একাধিক অঞ্চলে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিন আপাতত তেমন বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও। তবে দার্জিলিং এবং ক্যালিংপং এর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে ইতিমধ্যেই উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমেছে আগামী কয়েক দিন এমনই আবহাওয়া বজায় থাকবে।

আরো পড়ুন:- সাগরে ঘূর্ণাবর্ত! জাঁকিয়ে শীত বঙ্গে, কবে থেকে বৃষ্টি শুরু


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report)

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সেই সঙ্গে তাপমাত্রা অনেকটাই নিচে নামার সম্ভাবনা থাকছে। বিশেষ করে পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসবে। তবে ২৫ তারিখ নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বঙ্গে তাপমাত্রা বাড়বে সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে।


কলকাতার আবহাওয়ার পূর্বভাস(Kolkata Weather Report)

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুই দিনের মধ্যেই শহর কলকাতা তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করবে। ইতিমধ্যেই আজ শহর কলকাতার তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল এই মরশুমে শীতলতম দিন। আপাতত মেঘের দেখা নেই বৃষ্টিরও তেমন কোনো সম্ভাবনা নেই রাজধানী কোলকাতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ