সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি | Government job update
গ্ৰুপ সি, গ্ৰুপ ডি, নাইট গার্ড, সিকিউরিটি গার্ড সহ একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হলো রাজ্যে। রাজ্যের ইংলিশ এবং বাংলা মিডিয়াম স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরীতে নিয়োগ হবে।
-:বিস্তারিত বিবরণ নিম্নে বর্ণিত হলো:-
পদের নাম: গ্ৰুপ সি।
যোগ্যতা : অবসরপ্রাপ্ত কর্মচারী হতে পারে। (পশ্চিমবঙ্গ সরকারের গ্ৰুপ সি।)
বয়স : ৬৪ বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ : ৭ টি।
পদের নাম: গ্ৰুপ ডি।
যোগ্যতা : অবসরপ্রাপ্ত কর্মচারী হতে পারে। (পশ্চিমবঙ্গ সরকারের গ্ৰুপ ডি।)
বয়স : ৬৪ বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ : ৬ টি।
পদের নাম: নাইট গার্ড এবং সিকিউরিটি গার্ড।
শূন্যপদ : ৫ টি।
যোগ্যতা : অবসরপ্রাপ্ত Ex- servicemen/ NVF/ Home guard employees হতে হবে।
বয়স : ৬৪ বছরের মধ্যে হতে হবে।
আরো পড়ুন:- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম: গেস্ট টিচার।
কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে: Bio Science, Pure Science এবং English.
বয়স : ৬৪ বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ : ৮ টি।
যোগ্যতা: স্নাতক সহ যেকোনো সরকারি প্রাথমিক স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। বিএড বা সমমানের প্রশিক্ষণ ডিগ্রি থাকতে হবে।
সমস্ত ক্ষেত্রে আবেদন পদ্ধতি: ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিম্নে বর্ণিত স্থানে গিয়ে সরাসরি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন।
ইন্টারভিউ স্থান ও তারিখ: বিবেকানন্দ মিটিং হল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস। ঝাড়গ্ৰাম। ১৬ এবং ১৭ জানুয়ারি ২০২৩
Official Website: - Click Here
0 মন্তব্যসমূহ