West Bengal Weather Report: আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী রবিবার শহর কলকাতা তাপমাত্রা নামতে চলেছে 12 ডিগ্রি নিচে। জাঁকিয়ে শীত আসছে
আজকের আবহাওয়ার খবর | West Bengal Weather Report Today
হু হু করে ঢুকছে উত্তরে হাওয়া, সেই সঙ্গে নামছে তাপমাত্রা পারদ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে নামবে তাপমাত্রা পারদ। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যার ফলে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে শহর কলকাতায়। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে আশপাশে চলে আসবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ শনিবার বিকেলের মধ্যে আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে কুয়াশা সম্ভাবনা থাকছে প্রায় প্রতিটি জেলায়। অন্যদিকে আগামী ১০ দিনে রেকর্ডারে পারদ পতন শুরু হবে, ফলে জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আজ এখুনি দেওয়া আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ শনিবার বিকেলের মধ্যে আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। সেই সঙ্গে ভোরের দিকে কুয়াশা সম্ভাবনা থাকছে জেলাগুলিতে। আপাতত হু হু করে তাপমাত্রা নেমে যাওয়া সম্ভাবনা থাকছে যার ফলে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে।
0 মন্তব্যসমূহ