Weather Update Today: আপাতত শীতের আমেজ বজায় থাকবে, কলকাতাতেও ভবিষ্যতে বরফ পড়তে পারে

West Bengal Weather Report: এবার কলকাতাতেও বরফ পড়তে পারি, বর্তমানে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই এমনটাই জানানো আলিপুর আবহাওয়া দপ্তর।


আজকের আবহাওয়ার খবর | West Bengal Weather Report Today


ক্রমশই বাড়ছে শীতের আমেজ। আপাতত এই কনকনে ঠান্ডা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শহর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের থেকে এক ডিগ্রি বেশি, ফলে কিছুটা কমেছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া বলে থাকবে। ভবিষ্যতে কলকাতায় বরফ পড়া নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তরের বিশেষকরা।


কবে কমবে শীত দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত আগামী ১০ তারিখ পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে। শীত কমে যাওয়ার কোন সম্ভাবনা নেই। পরবর্তীতে কিছুটা করে বাড়বে তাপমাত্রার পারদ। গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা গত পাঁচ বছরের সর্বনিম্ন।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে সেই সঙ্গে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফ পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ১৪ ১৫ তারিখ নাগাদ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে পার্বত্য এলাকা গুলিতে।


উত্তরবঙ্গের কোন জেলার তাপমাত্রা কত

  • জলপাইগুড়ি:- ৯.৪
  • আলিপুরদুয়ার:-১০
  • কোচবিহার:- ৯.৯
  • দার্জিলিং:- ৭
  • কালিম্পং:- ৮.৫
  • উত্তর-দক্ষিণ দিনাজপুর:- ৭.৪-১০
  • মালদা:- ৯.৫ 


আরো পড়ুন:- পাঁচ বছরের মধ্যে শীতলতম দিন আজ, আগামী পাঁচ দিনের আবহাওয়ার বড় পরিবর্তন


দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে সেই সঙ্গে উত্তরের হাওয়া দাপট বাড়বে। যার ফলে এই শীতের আমেজ একইভাবে বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 


দক্ষিণবঙ্গের কোন জেলার তাপমাত্রা কত

  • কলকাতা:- ১২
  • হাওড়া:- ১০.২
  • হুগলি:- ৯
  • পূর্ব মেদিনীপুর:- ১০.২
  • পশ্চিম মেদিনীপুর:- ৯.৬
  • ঝারগ্রাম :- ১১
  • বর্ধমান - ৮.৮
  • পুরুলিয়া:- ৭
  • বাঁকুড়া:- ৯.৮
  • বীরভূম:- ৮.৪
  • মুর্শিদাবাদ:- ১১
  • নদিয়া:- ৮.২
  • উত্তর-দক্ষিণ ২৪ পরগনা:- ১১.৩-১০.৪


কলকাতায় কি বরফ পরবে?

ইতিমধ্যেই সোশ্যাল মিটাই ভাইরাল হয়েছে একাধিক পোস্ট, কলকাতায় বরফ পড়বে! যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড: সুজীব কর সেই কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাতে ভবিষ্যতে কলকাতাতেও বরফ পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে। কেননা সুদূর অতীতে তামিলনাড়ু পর্যন্ত বরফে ঢেকে যেত ভারতের। আগামী ৩০ থেকে ৩৫ বছর পরে কলকাতাতেও বরফ পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ