Capricorn Rashi Ajker Rashiphal 1 March In Bangali | আজকের রাশিফল মকর রাশি ১ লা মার্চ বুধবার

 

আজকের রাশিফল মকর রাশি

আজ ১ লা মার্চ বুধবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মকর রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)


মকর রাশির আজকের রাশিফল ১মার্চ,২০২৩ ( Capricorn Today Horovscope)


  • শুভ সংখ্যা:- ১১
  • শুভ দিক:- পশ্চিম
  • শুভ রং:- নীল
  • শুভ রত্ন:- ইন্দ্রনীলা


স্বাস্থ্যের পরিস্থিতি:- শরীর সুস্থ রাখতে আজ অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার থেকে এড়িয়ে থাকুন না হলে আপনি কিন্তু নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে ভুগতে পারেন। পেটের সমস্যায় পড়তে পারেন। তাই সেই বিষয়ে সজাগ থাকুন। অ্যালকোহলজাতীয় খাবার থেকে দূরে থাকুন নাহলে আপনার শরীরখারাপ এর মতন সমস্যা হতে পারে।


আর্থিক পরিস্থিতি:- পুরনো কোন সম্পত্তি থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন ।আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো যাবে। আজকে নতুন কোন কিছু কেনাকাটার জন্য দিনটি খুব ভালো রয়েছে।


পারিবারিক পরিস্থিতি:- আজকে সংসারে আর্থিক টানা পড়া থাকবে তাই সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন মা-বাবার কথা শুনে চলুন। কোন কারনে তর্ক-বিবাদ ইত্যাদিতে জড়াবেন না যতটা পারেন অল্প কথা বলার চেষ্টা করবেন আজ সে ক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে।


প্রেম ও দাম্পত্য জীবন:- যারা সদ্য বিবাহিত তাদের আজকের দিনটি খুব ভালো যাবার সম্ভাবনা রয়েছে নিজেদের মধ্যে ভালো সময় কাটার ও বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে।আজ বন্ধুহলেও কাউকে বেশি বিশ্বাস করবেন না নিজের গুরুত্বপূর্ণ কাজ নিজে করবেন।


আরো পড়ুন:- বাকি ১১ টি রাশির রাশিফল দেখুন এক নজরে!


ব্যবসায়িক রাশিফল :- ব্যাবসায়ের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালই যাচ্ছে। আজ আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে প্রশংসিত হতে পারেন। আজ যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ