Pisces Rashi Ajker Rashiphal 28 Feburary In Bangali | আজকের রাশিফল মীন রাশি ২৮ শে ফেব্রুয়ারি মঙ্গলবার

 

আজকের রাশিফল মীন রাশি

আজ ২৮ শে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মীন রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)


মীন রাশির আজকের রাশিফল ২৮  ফেব্রুয়ারি, (Pisces Today Horoscope)


  • শুভ সংখ্যা:- ১৫
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- সাদা
  • শুভ রত্ন:- পোখরাজ


স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো গেলেও পেটের রোগ,কোমর ব্যথা, চোখের সমস্যা তে ভুগার সম্ভাবনা রয়েছে। তেল মশলা জাতীয় খাবার থেকে এড়িয়ে থাকবেন ঠিকমতো খাওয়া দাওয়া করবেন এবং শরিরের যত্ন নিবেন ঠিক মত জল খাবেন না হলে বড়ো কোনো রোগে ভুগতে পারেন।


প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম ও দাম্পত্য জীবন ভালো কাটবে। প্রেমিক প্রেমিকারা নিজেদের মধ্যে ভালো সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবন ও ভালো কাটবে আজ বিবাহিত দের ক্ষেত্রে সন্তান দের জন্য গর্ব বোধ করতে পারেন।


আর্থিক পরিস্থিতি:- আর্থিক দিক দিয়ে দিনটি তেমন ভালো যাবে না।আজ একটু সতর্ক থাকবেন এবং সহজেই কাউকে বিশ্বাস করবেন না নাহলে ঠকার সম্ভাবনা রয়েছে তাই আর্থিক দিক দিয়ে একটু সংকটের মুখে পড়তে পারেন। টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন।


ব্যবসায়িক রাশিফল :- মীন রাশির জাতকদের ক্ষেত্রে কর্মজীবনে উদাসীন থাকার জন্য অনেকটা ক্ষতি হতে পারে। ব্যবসায়ীর দিক থেকে কিছু একটা পরিবর্তন হতে পারে সেটা ভালো দিক হতে পারে অথবা খারাপ দিক হতে পারে তাই সজাগ থাকুন আজকে ব্যবসায়ের হাল ভালোভাবে ধরার চেষ্টা করুন কোনরকম ঝামেলা থেকে যতটা পারেন দূরে থাকুন।


আরো পড়ুন:- বাকি ১১ টি রাশির রাশিফল দেখুন এক নজরে!


পারিবারিক পরিস্থিতি:- ছোট ছোট ভুল হতে পারে। আর আজ আপনি একা অনুভব করতে পারেন বিশেষ করে রাতের সময়।দাম্পত্য জীবনে একটু সময় দিন এবং আপনার চিন্তা ধারা বদলান দিলে সব ঠিকঠাক থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ