আজ ২৮ শে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক কন্যা রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
কন্যা রাশির আজকের রাশিফল ২৮ ফেব্রুয়ারি,(Virgo Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৯
- শুভ দিক:- পশ্চিম
- শুভ রং:- খয়েরী
- শুভ রত্ন:- পান্না
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো গেলেও পেটের রোগ কোমর ব্যথা চোখের সমস্যা তে একটু কষ্ট পেতে পারেন। তেল মশলা জাতীয় খাবার থেকে এড়িয়ে থাকবেন।
আর্থিক পরিস্থিতি:- আজকে আপনার ইনকাম আগের তুলনায় বৃদ্ধি পাবে তা যে কোন উপায় হতে পারে। অবশ্যই আজকে আপনার ইনকামের দিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে।আজ নতুন কোনো বাড়তি কাজ পেতে পারেন আপনার আর্থিক দিক দিয়ে আজ দিনটি ভালো কটার সম্ভাবনা রয়েছে।
পারিবারিক পরিস্থিতি:- আজ পারিবারিকভাবে কোন অশান্তি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিবারকে সময় দিতে পারেন পরিবার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না ভেবেচিন্তে নিবেন। বড়দের কথা শুনবেন এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারে সে ক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাবে।
ব্যবসায়িক রাশিফল :- বন্ধুদের কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।যারা share market কিংবা traning এর সঙ্গে যুক্ত তাদের ব্যাবসায়ের দিক দিয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:- বাকি ১১ টি রাশির রাশিফল দেখুন এক নজরে!
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কারণ একটু ঝামেলা দ্বন্দ্ব হতে পারে। প্রেমের বিষয়ে বাড়িতে জানাজানি হতে পারে সেই নিয়ে ঝামেলা দ্বন্দ্ব হতে পারে তাই একটু সজাগ থাকবেন। সদ্য বিবাহিত দের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে ।
0 মন্তব্যসমূহ