West Bengal Weather- সাগরে ঘূর্ণাবর্ত আগামী ১-২ ঘণ্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আজ আজকের আবহাওয়ার খবর- West Bengal Weather Report

Weather Report: বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা, সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পর ঢুকছে স্থলভাগে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। 


আজ আজকের আবহাওয়ার খবর- West Bengal Weather Report

গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গতকাল পূর্ব মেদিনীপুরের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে সর্বত্রই তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। এই মুহূর্তে শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজ এখুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে পরবর্তী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলায়। সেই সঙ্গে বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা নামতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ এখুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে পরবর্তী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানা আছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নামবে।


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত কলকাতার ক্ষেত্রে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। আজ সফর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ