আজ ৫ই মার্চ রবিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মকর রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
মকর রাশির আজকের রাশিফল ৫মার্চ,( Capricorn Today Horovscope)
- শুভ সংখ্যা:- ৩
- শুভ দিক:- পূর্ব
- শুভ রং:- গোলাপি
- শুভ রত্ন:- ইন্দ্রনীলা
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলে সেই দিন, তবে স্বাস্থ্যের যত্ন নিন না হলে সমস্যায় পড়বেন। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারে এই দিন। মোটের উপরে স্বাভাবিক থাকতে চলেছে।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকতে চলেছে, তবে আপনার লক্ষ্যের দিকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা তৈরি হবে তবে সমাধানের রাস্তাও খুঁজে পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না কলহ বিবাদ লেগেই থাকবে।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকতে চলেছে এই দিন। আজকের দিনটিতে আপনার যেমন অর্থ আসবে ঠিক তেমনি অর্থ বেরিয়ে যাবে। ইনভেস্টমেন্ট করতে পারেন।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
পারিবারিক পরিস্থিতি:- আজ যে কাজটি আপনি করতে চাইছেন সেই কাজটি করতে পারেন তাতে আজকের দিনটি আপনার ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। আজ নিজের উপরে আত্মনির্ভরশীল হন যাতে আপনার জন্য বা আপনার পরিবারের জন্য খুবই ভালো হয়।ছোটখাটো বিষয় হলেও নিজের প্রতি নির্ভরশীল হোন তাতে দেখবেন আপনার দিনটি খুবই ভালো যাবে।
0 মন্তব্যসমূহ