আজ ২৪ মার্চ শুক্রবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মিথুন রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
মিথুন রাশির আজকের রাশিফল ২৪ মার্চ , ২০২৩ (Gemini Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৬৪
- শুভ দিক:- পশ্চিম
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- পান্না
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকছে, হজমের গন্ডগোল বা পেটের সমস্যা তৈরি হতে পারে। বাড়ির বয়স্কদের নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক পরিস্থিতি এই দিন ভালো থাকবে, একাধিক দিক থেকে অর্থ লাভ হতে চলেছে তবে সঞ্চয়ের তুলনায় ব্যয় বাড়তে চলেছে আজ।
পারিবারিক পরিস্থিতি:- স্ত্রীর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে, প্রতিবেশীদের সঙ্গে অযথাই ঝামেলায় জড়াবেন না তাহলে জল অনেক দূর গড়াবে। পরিবারের সকলকে নিয়ে কাছে কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকতে চলেছে, তবে প্রেমের ব্যাপারে চিন্তা বাড়বে সময় যতই এগোবে। যদিও প্রেমিক-প্রেমিকার সহযোগিতায় জটিলতা কেটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে।
0 মন্তব্যসমূহ